অটো ও মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১,আহত ৬

13

খবরিয়া নিউজ ডেস্ক, ২১ শে আগস্টঃ যাত্রী বোঝাই অটোর সঙ্গে মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক বৃদ্ধের,আহত আরো ৬ জন। আহতরা চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের বাঁকিপুর এলাকায়।

জানা গেছে, যাত্রী বোঝাই অটোটি মালদা জেলার মোথাবাড়ি থানার আলমটোলা থেকে মানিকচকের দিকে যাচ্ছিল। ওই সময় সামনের দিক থেকে একটি বাইক প্রচন্ড গতিতে মালদার দিকে যাচ্ছিল। কিন্তু বাঁকিপুরের কাছে মালদা-মানিকচক রাজ্য সড়কের উপর অটোর সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের নয়নজুলিতে পড়ে যায়। ফলে এই ঘটনায় বাইক চালক এবং অটোর যাত্রী মিলিয়ে মোট ৭জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে তড়িঘড়ি মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।

জানা গেছে, সকলের অবস্থার অবনতি হলে পরে তাদেরকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। জরুরি বিভাগেই চিকিৎসকেরা হরেন বসাক বয়স (৯০) বছর নামে বৃদ্ধকে মৃত বলে ঘোষণা করে। বাকি আহতরা দীপক বসাক বয়স(৪৫)বছর। হরিপদ বসাক বয়স(৪৪)বছর। প্রিয়াঙ্কা বসাক বয়স(১০)বছর। আরতি বসাক বয়স (৬০) বছর ও কালিপদ বসাক বয়স(৪০)বছর।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, হরেন বসাকের নাতি বিয়ের জন্য অটো গাড়িতে করে মালদার মানিকচক এলাকায় যাচ্ছিলেন সম্বন্ধ করতে। যাওয়ার পথে ই মর্মান্তিক কত দুর্ঘটনার কবলে পড়ে অটো গাড়িটি। আর তাতেই গুরুতর আহত হয় ছয় জন ও মৃত্যু হয় এক বৃদ্ধের। পরিমিত দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত বৃদ্ধের পরিবার সহ গোটা এলাকায়।