অসম থেকে গাঁজা পাচার করার সময় গাঁজা সহ ধৃত দুই!

0
33

খবরিয়া নিউজ ডেস্ক,১৬ই জুন, তুফানগঞ্জঃ গোপন সূত্রের খবরের ভিত্তিতে শুক্রবার বক্সীরহাট থানার সংকোশ নাকা পয়েন্ট থেকে একটি গাড়িকে দাঁড় করিয়ে তল্লাশি চালালে সেই গাড়ির গোপন কক্ষ থেকে ১৬ প্যাকেট গাঁজা উদ্ধার করা হয় যার আনুমানিক পরিমাণ প্রায় ৯৩ কেজি পুলিশ সূত্রে খবর। পুলিশ সূত্রে আরও জানা যায় উক্ত ওই গাড়িটি পার্শ্ববর্তী অসম রাজ্য থেকে কোচবিহারের দিকে আসছিলো সেই সময়ই সংকোশ নাকা পয়েন্টে গাড়িটিকে পুলিশ দাঁড় করায়। গাঁজা সহ ওই গাড়ি থেকে ২ জন ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত ওই ২ ব্যক্তির নাম অজয় কুমার(৩৪) এবং অংশু কুমার গুপ্ত(২৮)। বক্সীরহাট থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই জায়গাতে নাকা চেকীং করলে গাঁজা সহ ওই ২ ব্যক্তিকে আটক করতে সক্ষম হয় বক্সীরহাট থানার পুলিশ। সেই ২ জন ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা করা হয়েছে বলে জানা যায়।পুলিশ সূত্রে আরও জানা যায় যে গাড়িটি অসম হইতে আসছিলো সেটি একটি বোলেড়ো গাড়ি এবং তার নাম্বার হোলো JH10 AN5787। সেই গাড়িটিকে পুলিশ তার নিজের হেপাজতে রেখেছে এখনও জানা যায়নি গাড়িটির মালিক কে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here