আন্তর্জাতিক মোবাইল পাচার চক্রের হদিশ মিলল দক্ষিণ শহরতলীর নরেন্দ্রপুরে।

29

 

খবরিয়া নিউজ ডেস্ক, সনারপুর, ১৮ই আগস্টঃ দক্ষিণ শহরতুলি নরেন্দ্রপুর এ মোবাইল পাচার চক্রের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুরো এলাকায়। ঘটনায় গ্রেফতার এক। ধৃতের নাম আব্দুর রহমান। তার কাছ থেকে উদ্ধার মোট ৩৪ টি নামিদামি সংস্থার মোবাইল। ধৃতকে বৃহস্পতিবার বারুইপুর আদালতে পেশ করা হয়। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদে জন্য সাত দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে নরেন্দ্রপুর থানায় এলাকার বাসিন্দা কর্পোরেট সংস্থায় কর্মরত এক আধিকারিক এর আইফোন চুরি যায় বুধবার। এই ঘটনায় তিনি থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে পুলিশ আইফোন ট্র্যাক করে ও সোর্স মারফত আব্দুলের হদিশ পায়। তার সন্ধানে নরেন্দ্রপুর এর  গ্রীন পার্ক এ এলাকায় যায় পুলিশ। সেখান থেকেই আব্দুলকে গ্রেপ্তার করে পুলিশ। বিগত দুমাস ধরে একটি বাড়ি ভাড়া নিয়ে ওই এলাকায় থাকছিল সে। তার আদি বাড়ি বারুইপুর থানার বৃন্দাখালীর পশ্চিমপাড়ায়। তার কাজ ছিল বাসে ও ট্রেনে মোবাইল ছিনতাই করা। কাজের সুবিধার জন্যই গ্রীন পার্ক এলাকার বসবাস শুরু করে সে। বারুইপুর পুলিশ জেলার ডিএসপি মহিত মোল্লা জানান, অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালিয়ে মোট ৩৪ টি মোবাইল উদ্ধার করা হয়েছে। চোরাই মোবাইল আব্দুল নিউমার্কেট এলাকায় এক এজেন্টকে দিয়ে আসতো। সেখান থেকে মোবাইল চলে যেত বাংলাদেশে। এই ঘটনায় আরো অনেকে জড়িত বলে জানিয়েছেন তিনি। আব্দুল কে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য ও নাম সামনে এসেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে এই পাচার চক্রের সঙ্গে আরো যারা জড়িত রয়েছে তাদেরকেও কিছুদিনের মধ্যেই গ্রেফতার করবে পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।