উদ্ধার প্রক্রিয়াজাত হাঙরের বাচ্চা , গ্রেফতার দুই !

14

খবরিয়া নিউজ ডেস্ক, ১৮ই আগস্টঃ  দক্ষিণ ২৪ পরগণার ফ্রেজারগঞ্জের বালিয়াড়া থেকে উদ্ধার হল প্রক্রিয়াজাত হাঙরের বাচ্চা । এই ঘটনায় জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ । ধৃতদের নাম আকাশ দাস ও রঞ্জিত বাগ। ধৃতদের বৃহস্পতিবার কাকদ্বীপ এসিজেএম আদালতে পেশ করা হয় । এরপর তাদেরকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানায় দক্ষিন ২৪ পরগনা বিভাগীয় বন বিভাগ । ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তা জানার চেষ্টা করবে বন আধিকারিক ও পুলিশ ।সূত্রের খবর,  দক্ষিণ ২৪ পরগণার বালিয়াড়া এলাকায় মূলত শুটকি মাছের ব্যবসা চলে বহুদিন ধরে । সমুদ্র ও নদী থেকে ধরা পড়া বিভিন্ন মাছ প্রক্রিয়াজাত করা হয়। এরপর সেগুলিকে বাইরের বাজারে পাঠানো হয়। সেখানেই হাঙরের বাচ্চা শুকনো করার কাজ চলছিল।গোপন সূত্রে এই খবর পেয়ে গভীর রাতে বন বিভাগের আধিকারিকরা ঘটনাস্থলে হানা দেন । এরপরই সেখান থেকে প্রায় ৭০ ক্যারেট  শুকনো হাঙরের বাচ্চা উদ্ধার হয় । হাতে নাতে গ্রেফতার হয় দুজন । বন আধিকারিকরা জানিয়েছেন , ধৃতরা দীর্ঘদিন ধরে এই ব্যবসার সঙ্গে জড়িত ছিল। এই বাচ্চা হাঙর গুলোকে ফাঁস জাল দিয়ে ধরা হত। এরপর সেগুলিকে প্রক্রিয়াজাত করার জায়গায় আনা হত। এই ঘটনার সঙ্গে একটি বড় চক্র জড়িত আছে দীর্ঘদিন ধরে ।