এক বছরের মধ্যেই ভাঙলো সেতু, বিপাকে দুই গ্রামের বাসিন্দারা।

0
12

খবরিয়া নিউজ ডেস্ক, ১৮ই আগস্টঃ দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার অন্তর্গত ডাবু খালের উপরে বছর খানিক আগেই তৈরি হয়েছিল কাঠের সেতু। জয়রাম খালি ও দুমকি গ্রামের সংযোগকারী এই কাঠের সেতুটি আঁচমকা ভেঙে পড়ে। এর ফলে সমস্যায় পড়েছেন দুপাশের কয়েক হাজার মানুষ। সাধারণ মানুষদের স্কুল কলেজ বাজার ঘাট, নিত্য প্রয়োজনীয় বিভিন্ন কাজের জন্য এমনকি হাসপাতালে যাওয়ার জন্য এই কাঠের সেতুকে ব্যবহার করতে হয় স্থানীয় মানুষদের। দীর্ঘদিন ধরে এখানেই ছিল একটি কংক্রিটের সেতু। বছর দুয়েক আগে সেটি আচমকা ভেঙে পড়ায় অনেক তদবিরের পর এই কাঠের সেতুটি তৈরি হয়েছিল ডাবুখালের উপরে। কিন্তু সেটিও এক বছরের বেশি টিকলো না। স্থানীয়দের দাবি নিম্নমানের  সামগ্রী দিয়ে তৈরি হওয়ার কারণেই ভেঙে পড়েছে এটি। দ্রুত যাতে এই সেতুটি সংস্কার করা যায় সেই দাবি তুলেছেন স্থানীয়রা। এই সেতুটি ভেঙ্গে যাওয়ার ফলে শিশু জীবনেও খারাপ প্রভাব পড়ছে তারা ঠিকঠাক স্কুল যেতে পারছে না এবং অন্যদিকে সাধারণ মানুষরা তাদের ঠিকঠাক কাজে যেতে পারছে না যার ফলে তাদের ব্যবসায় ও কর্মজীবনেখারাপ প্রভাব পড়ছে। বিষয়টি জেনে দ্রুত নতুন সেতু তৈরির আশ্বাস দিয়েছেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রামদাস। এই ঘটনায় পুরো উত্তেজনার সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here