খবরিয়া নিউজ ডেস্ক ,২০ই জুন, শিলিগুড়ি: এক ব্যক্তির খুনের অভিযোগে রণক্ষেত্র হাতিঘিসার মুরিবস্তি এলাকা।দোষীদের শাস্তির দাবিতে জাতীয় সড়কের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানোর পাশাপাশি এলাকার প্রচুর বাড়িতে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা।ঘটনাস্থল পরিদর্শনে মহকুমা পরিষদের সভাধিপতি ও সহকারী সভাধিপতি যান।জানা গিয়েছে,মঙ্গলবার রাতে রেল লাইনের ধার থেকে উদ্ধার হয় ওই এলাকার বাসিন্দা সুধীর নাগাশিয়া নামে এক ব্যক্তির ক্ষতবিক্ষত মৃতদেহ।অভিযোগ,গাড়ি পার্কিং করা নিয়ে সামান্য বচসার জেরে এলাকারই দুষ্কৃতিরা খুন করে ওই ব্যক্তিকে।এরপরই বুধবার সকাল থেকে দোষীদের শাস্তির দাবিতে হাতিঘিসায় এশিয়ান হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে গোটা এলাকাবাসীরা।হাতে তীর ধনুক নিয়ে ও রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভে সামিল হয় এলাকাবাসীরা।এতে ক্রমশ পরিস্থিতি উত্তপ্ত হতে থাকলে বিক্ষোভকারীরা ওই এলাকায় বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর করার পাশাপাশি বাড়িতে আগুন ধরিয়ে দেয়।এতে পরিস্থিতি ক্রমশ রণক্ষেত্রের আকার নেয় ঘটনাস্থলে দার্জিলিং জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মনোরঞ্জন ঘোষ ও ডিএসপি রুরাল অচিন্ত্য গুপ্ত সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ ও সহকারী সভাপতি রোমা রেশমি এক্কা।এদিন তারা সমস্ত জায়গা পরিদর্শন করে বিক্ষোভকারীদের সাথে কথা বলে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন।