এবার স্থায়ী সেতুর দাবিতে ভোট বয়কটের ডাক!

0
41

খবরিয়া নিউজ ডেস্ক, ১৯শে জুন, তুফানগঞ্জঃ কয়েক দিন ধরে যেভাবে বৃষ্টি হচ্ছে ঠিক সেভাবেই যেন নদী নালার জল বেড়ে চলেছে। নদীর মালার উপর দিয়ে এপার ওপার হওয়ার জন্য বিভিন্ন ভাবে বাঁশের সেতু গুলিই মানুষের যাতায়াতের একমাত্র সম্বল হয়ে দাঁড়িয়েছে। সেই সেতু যদি ভেঙ্গে যায় কি সমস্যায় ভুগতে হবে সাধারন মানুষদের! সেতু পারাপারকারিদের এ যেন এক প্রশ্ন উঠে আসছে। কেনো এই সেতু নির্মাণের জন্য কোন প্রস্তুতি নেওয়া হচ্ছে না,  অনেক মানুষ এই সেতুর উপর নির্ভর করে বিভিন্ন কর্মের সাথে যুক্ত আছে।

এবার ঠিক এমনই এক ঘটনা উঠে আসলো তুফানগঞ্জ ২ নং ব্লক থেকে।স্থায়ী সেতুর দাবিতে ভোট বয়কটের ডাক দিলেন তুফানগঞ্জ ২ নং ব্লকের অন্তর্গত বারকোদালি ১ গ্রাম পঞ্চায়েতের ঝিঙ্গা পূনি ১৫৩ নং বুথের বাসিন্দারা তারা জানান যে মূলত নদী পারাপারের ক্ষেত্রে নিজেদের ব্যক্তিগত উদ্যোগে তাদের এই বাঁশের সাঁকো তৈরি করতে হয়েছে ।গ্রাম পঞ্চায়েত কিংবা সরকারি তরফে মেলেনি সাহায্য এবার বাধ্য হয়ে তারা দিয়েছেন ভোট বয়কটের ডাক। তাদের দাবি প্রতি বছর ভোট আসে ভোট যায় কিন্তু তাদের প্রতিশ্রুতি আর পূরণ হয় না। তাই এবার স্থানীয়বাসীন্দারা কড়া ভাবে ভোট বয়কটের ডাক দিয়েছে। এমনটাই চিত্র উঠে আসলো স্থানীয়দের থেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here