কাঁঠাল গাছ কাটার প্রতিবাদ করায় এক গৃহবধূ খুনের চেষ্টার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে

31

খবরিয়া নিউজ ডেস্ক, ২১ শে আগস্টঃ বাড়ির পাশে কাঁঠাল গাছ কাটার প্রতিবাদ করায় এক গৃহবধূ খুনের চেষ্টার পাশাপাশি তার তিন সন্তানকে মারধোর করা হয় বলে অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে মালদা জেলার রথুয়া থানার কাহালা এলাকায়। পরে তাকে উদ্ধার করে আক্রান্ত গৃহবধূকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত গৃহবধূ সেতারা বিবি বয়স(৩৫)। অভিযুক্তরা হল আনেশ সশেখ, রনি শেখ, রিন্টু শেখ সহ বেশ কয়েকজন। ওই ঘটনার পর পরিবারের লোকেরা অভিযুক্তদের বিরুদ্ধে রতুয়া থানায় লিখিত দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় সেতারা বিবির স্বামী কুরবান মিঞা বিগত কয়েক মাস আগে ভীনরাজ্যে কাজের সন্ধানে গিয়েছে। এই সুযোগে প্রতিবেশীরা তার বাড়ির পাশেই কাঁঠাল গাছ গত তিন দিন আগে কেটে নেয় বলে অভিযোগ। সেতারা বিবি অভিযুক্তদের বিরুদ্ধে রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এরপর গতকাল রাতে পুলিশ আসে এলাকায়। পুলিশ যেতেই আজ সকালে গৃহবধূ পরিবারের ওপর হামলা চালায় অভিযুক্তরা। বাড়িতে ঢুকে গৃহবধূকে বেধড়ক মারধর করে অভিযুক্তরা। মাকে বাঁচাতে গেলে দুই মেয়ে ও তার এক ছেলেকে বেধরক মারধোর করে অভিযুক্তরা। গৃহবধূকে চিকিৎসার জন্য তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় সেইখান থেকে অবস্থার অবনতি হলে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

পুনরায় আবার অভিযুক্তদের বিরুদ্ধে রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ।