গ্রাম পঞ্চায়েতের একটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল!

0
74

খবরিয়া নিউজ ডেস্ক,১৭ই জুন,জলপাইগুড়ি: পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হওয়ার পর থেকেইজলপাইগুড়ি জেলায় দু-একটি বিক্ষিপ্ত ঘটনা বাদে শান্তিপূর্ণভাবেই মনোনয়নপত্র জমা দিয়েছিলেন বিরোধী ও শাসকদলের প্রার্থীরা। প্রথম চারদিন নমিনেশন জমা দেওয়ার পর বিরোধী দলের নেতারাও জানিয়েছিলেন জলপাইগুড়ি জেলায় মনোনয়নপত্র জমা হয়েছে শান্তিপূর্ণভাবে। আর এবার সেই জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের গ্রাম পঞ্চায়েতের একটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল তৃণমূল কংগ্রেস। শনিবার স্কুটিনির পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের বিষয়টি প্রকাশ্যে আসতেই অকাল হোলিতে মাতলেন তৃণমূলের কর্মী সমর্থকরা। উল্লেখ্য ধূপগুড়ি ব্লকের ঝাড় আলতা ২ গ্ৰাম পঞ্চায়েতের ১৫/৯০ নং বুথে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে রবি রাভা মনোনয়নপত্র জমা করেন। কিন্তু রাভা বস্তি এলাকার ওই বুথে বিরোধীরা প্রার্থী দিতে না পারায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। শনিবার সন্ধ্যায় ধূপগুড়ি গ্ৰামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে আসেন রবি রাভা। তাকে উত্তরীয় পরিয়ে দেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিপু রায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here