খবরিয়া নিউজ ডেস্ক, ১৮ই আগস্টঃ কিছুদিন আগে যাদবপুর বিশ্ববিদ্যালয় এর ছাত্র স্বপ্নদ্বীপের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তোলপাড় গোটা পশ্চিমবঙ্গ। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী পড়ুয়া ছাত্র-ছাত্রী রেগিং এর যাতা কলে পড়ে মৃত্যু হয় স্বপ্নদ্বীপের। কলেজ পড়ুয়াদের দাবি তাদের সাথে খারাপ আচরণ করা হতো। তাদেরকে তাদের কথা শুনে চলতে হতো।এই ঘটনার ৭ দিন পেরিয়ে যাবার পরেও এখনো পর্যন্ত কোন কড়া পদক্ষেপ গ্রহণ করেনি স্কুল কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসন। এখনো পর্যন্ত দোষীদের গ্রেপ্তার করা হয়নি। তারি জেরে জাতীয় শিশু সুরক্ষা আধিকারিক কমিশন রেজিস্টারকে রাজ্য পুলিশের ডিজির কাছে তদন্ত করে সাত দিনের মধ্যে রিপোর্ট করে জাতীয় শিশু সুরক্ষা কমিশন চিঠিতে পাঠাতে হবে।