ডিন অফ স্টুডেন্টস রজত রায়কে তলব রাজ্য মানবাধিকার কমিশনের

0
24

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২১ আগস্টঃ যাদুবপুর কাণ্ডে উত্তাল গোটা রাজ্য। জায়গায় জায়গায় ক্ষোভ-বিক্ষোভ। সুর চড়িয়েছেন পড়ুয়া থেকে সাধারণ মানুষ। এই পরসিথিতিতে রাজ্যপাল অস্থায়ী উপাচার্য হিসেবে নিয়োগ করেছেন বুদ্ধদেব সাউকে। ছাত্র মৃত্যুর ঘটনায় এবার ডিন অফ স্টুডেন্টসকে তলব করল মানবাধিকার কমিশন। সোম্বারেই তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্রের খবর, তাঁর কাছে জানতে চাওয়া হবে, ছাত্রমৃত্যুর ঘটনার দিনে,খবর পাওয়ার পরে তিনি কোন পদক্ষেপ গ্রহণ করেছিলেন ? তাঁর বক্তব্য রেকর্ড করা হবে বলেও জানা গিয়েছে।

উল্লেখ্য,পড়ুয়া মৃত্যুর ঘটনায় ১৪ আগস্ট রাজ্য সরকার এবং যাদবপুরের ডিন অফ স্টুডেন্টসকে নোটিস পাঠিয়েছিল রাজ্য মানবাধিকার কমিশন। ঘটনার সূত্রপাত ৯ আগস্ট রাতে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের এক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হয়। এই মৃত্যুকে ঘিরেই উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। উঠে আসছে র্যাাগিং-এর তত্ব,প্রশ্ন উঠছে বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ একাধিক বিষয় নিয়েও। এই ঘটনার তদন্তে ইতিমধ্যে ডিন অফ স্টুডেন্টসকে জিজ্ঞাসবাদ করে লালবাজার। বুধবার তাঁকে তলব করা হলেও তিনি অনুপস্থিত ছিলেন,কারণ হিসেবে জানিয়েছিলেন ছাত্র ঘেরাওকে। ঘেরাও মুক্ত হতেই ফের বৃহস্পতিবার তাঁকে তলব করেছিল লালবাজার।

 

জিজ্ঞাসাবাদে রজত রায় জানিয়েছেন,তাঁকে মৃত পড়ূয়ার সহ-আবাসিক ফোন করেছিলেন সেই রাতে। তিনি হোস্টেল সুপারকে বিষয়টি দেখতে বলেন।সুপার রাত্রিবেলা জানান, এক পড়ুয়ার মৃত্যু হয়েছে। সূত্রের খবর,আজ রজত রায়কে তলব করেছে মানবাধিকার কমিশন, জিজ্ঞাসাবাদ করা হবে একগুচ্ছ বিষয়ে।

 

উল্লেখ্য এদিন যাদবপুর নিয়ে বেলাগাম মন্তব্য করলেন দিলীপ ঘোষ। বললেন, ‘কাশ্মীর ঠান্ডা করে দিয়েছি, কোথায় যাদবপুর?’ ছাত্র মৃত্যুর ঘটনায় জেএনইউ-র প্রসঙ্গ টেনে দিলীপের মন্তব্য, সেখানে বুট দিয়ে মেরে সবাইকে আজাদ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে যাদবপুরকাণ্ডে রাজ্য সরকারকে নপুংসক অ্যাখ্যা দিয়ে দিলীপের বিধান, রাজ্যে পালাবদল হলে যাদবপুরে জয় শ্রীরাম স্লোগান উঠবে। গতকাল ভাটপাড়ায় দলীয় সভায় এই মন্তব্য করেন দিলীপ ঘোষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here