প্রায় কয়েক দিন ধরে প্রবল বৃষ্টি হওয়ার ফলে চারিদিকে জল জমে আছে সেখান থেকে বাড়ছে মশার উৎপাত। শুধু বৃষ্টির জলই নয়, নালা পুকুরে নর্দমায় নোংরা জল জমে মশার বংশবিস্তার হচ্ছে। আর তারপরে ভুগতে হচ্ছে এলাকাবাসীদের থেকে শুরু করে স্থনীয়দের। এবং ডেঙ্গুর উৎপাত যেভাবে বাড়ছে মানুষ ক্রমশ আক্রান্ত হচ্ছে। আমরা প্রায় শুনে থাকি ডেঙ্গুর কারণে মানুষ মৃত্যুর মিছিলেও সামিল হয়েছে। আবারো যেন এই পরিস্থিতির সম্মুখীন না হতে হয় তাই পর্যবেক্ষণ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক পদযাত্রা বের করল তুফানগঞ্জ পৌরসভা.শুক্রবার দুপুরে তুফানগঞ্জ পুরো ভবন থেকে সচেতনতা মূলক পদযাত্রাটি বের হয়ে তুফানগঞ্জ শহর পরিক্রমা করে,শেষে তুফানগঞ্জ পুরোভবনে শেষ হয়। সচেতনতামূলক র্যালিতে তুফানগঞ্জ পুরসভার স্বাস্থ্যকর্মীরা ছাড়াও তুফানগঞ্জ পৌরসভার চেয়ারপারসন কৃষ্ণা ইশোর, স্যানিটারি ইন্সপেক্টর দেবজ্যোতি ভৌমিক, মহুয়া গুহ রায় উপস্থিত ছিলেন। তুফানগঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যান তনু সেন বলেন, বর্তমান সময় প্রতি বছর ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব দেখা যায়। ডেঙ্গু থেকে বাঁচতে কোথাও নোংরা জল জমতে না দেওয়া সরকারি নিয়ম মেনে নোংরা আবর্জনা বর্জন করা স্বাস্থ্যসম্মতভাবে জীবন যাপন পালন করার প্রচার চালানো হয়েছে। র্যালি ছাড়াও ওয়ার্ডে ওয়ার্ডে স্বাস্থ্যকর্মীরা সচেতনতার প্রচার চালাচ্ছেন।