দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো ত্রিমোহিনিতে!

18

খবরিয়া নিউজ ডেস্ক, ১৭ই আগস্টঃ একের পর এক দুঃসাহসিক চুরির ঘটনা যেন ঘটেই চলেছে, প্রশাসনের এত কড়া নিরাপত্তা থাকার পরেও জায়গায় চুরি ছিনতাই এর ঘটনা অনবরত ঘটে চলেছে। এবার সেই রকমই  একটি  ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হল ত্রিমোহিনী এলাকা ঘিরে। বৃহস্পতিবার  দুপুরে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা ব্রজেন্দ্রনাথ অধিকারীর বাড়িতে ঢুকে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। জানা যায় এদিন দুপুরে ওই ব্যক্তি বাড়ি থেকে বেরিয়ে বালিকা বন্দর এলাকায় বিশেষ কাজে যান এবং সেই কাজ থেকে বাড়ি ফেরার পরেই তিনি দেখেন বাড়ির দরজা খোলা এবং ঘরের জিনিসপত্র অগোছালো অবস্থায় পড়ে রয়েছে ‌। শুধু তার নিজের ঘরেই নয় পাশের আরও একটি ঘরেও একই পরিস্থিতি । তড়িঘড়ি বিষয়টি স্থানীয়দের জানালে স্থানীয়রা সেখানে ছুটে আসেন। ওই ব্যক্তির দাবি ,কয়েক লক্ষাধিক টাকার সোনার গহনা এবং লক্ষাধিক টাকা নগদ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। স্থানীয় সূত্রে জানা যায় একটি গাড়িতে করে কয়েকজন দুষ্কৃতি এসে এই চুরির ঘটনা সংঘটিত করে। এই ঘটনার পর থেকে এলাকার সাধারণ মানুষ জন আতঙ্কিত হয়ে রয়েছেন। ইতিমধ্যে গোটা বিষয়টি সাহেবগঞ্জ থানার পুলিশ অধিকারীদের জানানো হয়েছে। তারা এসে বিষয়টির খতিয়ে দেখছে। দিনে দুপুরে বাড়ি ফাঁকা থাকার সুযোগ এ ধরনের ঘটনা স্বাভাবিকভাবে আবারও দুষ্কৃতী দৌরাত্ম্য সক্রিয় এমনটাই মনে করছেন স্থানীয়রা। সাথে সাহেবগঞ্জ থানার পুলিশ আধিকারিকেরা এই চুরির ঘটনা তদন্ত শুরু করেছে।