দুঃসাহসিক চুরি তুফানগঞ্জের বর্ষপ্রাচীন মন্দিরে!

60

খবরিয়া নিউজ ডেস্ক,২০ই জুন, তুফানগঞ্জঃ সোমবার গভীর রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল তুফানগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত রানীরহাট বাজারে।তুফানগঞ্জ শহরের অন্যতম মায়ের মন্দির হিসেবে পরিচিত ১৩৫ বছরের পুরানো সর্ব মঙ্গলা মন্দিরের লোহার কলার শিকল তালা কেটে মন্দিরে ঢুকে চোরেরা প্রনামী বাক্সে রাখা প্রনামীর কয়েক মাসের জমানো টাকা, প্রায় ছয় ভরি সোনার অলংকার চুরি করে নিয়ে যায়। সোনার অলংকারের মধ্যে তিনটি সোনার মালা, তিনটি চুড়ি, রয়েছে। এছাড়াও রুপার চূড়া, মুক্ত মালা চুরি করে নিয়ে গিয়েছে। সর্ব মঙ্গলা মন্দিরের নিত্য পুজো কমিটির সম্পাদক সুকান্ত সাহা বলেন, সকাল বেলা মন্দিরের পুরোহিত দেবাশীষ ব্যানার্জী এসে দেখেন তালা কাটা অবস্থায় রয়েছে। চুরিতে প্রায় সাত লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে।এরপর খবর দেওয়া হয় তুফানগঞ্জ থানায়। তুফানগঞ্জ থানার পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে। সুকান্ত বাবু আরও জানান, মন্দিরের অনতিদূরের একটি কাপড়ের দোকানের টিন কেটে চোরেরা কাপড়ের দোকানে ঢুকে ক্যাশ বাক্সে রাখা কয়েক হাজার টাকা, ও কিছু কাপড় নিয়ে গিয়েছে। এছাড়াও রানীরহাট বাজারের সাতটা সব্জির দোকানের প্লাস্টিক কেটে কিছু টাকা পয়সা ও সব্জি নষ্ট করেছে। এদিকে এই ঘটনার পর তুফানগঞ্জ শহরের মদনমোহন মন্দির ও সর্ব মঙ্গলা মন্দিরে রাতে পুলিশী নজরদারির দাবী তুলেছেন স্থানীয় ব্যবসায়ীরা। তুফানগঞ্জ মহকুমা ব্যবসায়ী সমিতির প্রাক্তন যুগ্ম সম্পাদক জগবন্ধু সাহা বলেন, গত কয়েকদিন ধরে যেভাবে বৃষ্টি হচ্ছে, এতে চুরির ঘটনা বাড়বে। কারণ বৃষ্টির জন্য রাতের বেলা বাড়ির বাইরে কেউ থাকেন না। এদিকে নিরাপত্তা কর্মীও মন্দির ও রানীরহাট বাজারে নেই। ব্যবসায়ীরা এর ফলে আতঙ্কে রয়েছেন। মন্দির ও রানীরহাট বাজারে রাতের বেলা নজর দারির ব্যবস্থা করুক পুলিশ প্রশাসন দাবি স্থানীয় ব্যবসায়ীদের।