খবরিয়া নিউজ ডেস্ক,২১ শে জুন, দিনহাটাঃ পঞ্চায়েত ভোটের মুখে ফের উত্তপ্ত হয়ে উঠল দিনহাটার গিতালদহ ।বুধবার সকাল ১১ টা নাগাত কোনামুক্তায় নির্দল প্রার্থীর দাদা জমিরুল হক কে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের বিরুদ্ধে উঠে আসা অভিযোগ ভিত্তি হীন বলে দাবি। বুধবার সকাল এগারোটা নাগাদ যখন নির্দল প্রার্থী হামিদুল হকের দাদা জামেরুল হক বাড়ির বাইরে বের হন। তখন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তার উপর চড়াও হয় এবং ব্যাপক মারধর করে এমনটাই অভিযোগ জামিরুল হকের। ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গিতালদহ ফাঁড়ির পুলিশ। ইতিমধ্যেই পুলিশ জামেরুল হক কে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে জামেরুল দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে।জমিরুলের স্ত্রী জানান তার স্বামীকে তৃণমূলের দুষ্কৃতীরা মারধর করেছে।জামিরুল জানান, আমার ভাই এলাকায় নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়েছে। আমি রাজনীতির আগে-পিছে নেই। জামিরুল হক জানান,সে সকালে বাড়ি থেকে বাইরে বের হলে সেই সময় তৃণমূলের দুষ্কৃতীরা তাকে মারধর করে। পুলিশি সহায়তায় পরে আমাকে হাসপাতালে নিয়ে আসা হয়।