নেতা কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল প্রার্থী!

0
9

খবরিয়া নিউজ ডেস্ক, ১৬ই আগস্ট ধুপগুরিঃ আগামী ৫ই সেপ্টেম্বর ধুপগুরিতে উপনির্বাচন, সেই হেতুই সকালে মন্দিরে পূজা ও মসজিদে চাদর চড়ানোর পর ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী ডঃ নির্মল চন্দ্র রায় ধূপগুড়ি শহর, ধূপগুড়ি গ্ৰামীণ ও বানারহাট সাংগঠনিক ব্লক তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের নিয়ে জলপাইগুড়ি রওনা দেন। এরপর জলপাইগুড়ি জেলা দলীয় কার্যালয় থেকে নেতা কর্মীদের নিয়ে মিছিল করে জেলাশাসক কার্যালয়ে আসেন মনোনয়নপত্র জমা দিতে। তৃণমূল কংগ্রেস প্রার্থীর সাথে ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেব, জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া গোপ, অনগ্ৰসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বুলু চিক বড়াইক,জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান বিধায়ক খগেশ্বর রায়, এসসি এসটি ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাস, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজেশ কুমার সিং সহ নব নির্বাচিত জেলা পরিষদের একাধিক সদস্য, পঞ্চায়েত সমিতির একাধিক সদস্য সহ অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here