খবরিয়া নিউজ ডেস্ক, ১৯শে জুন, কোচবিহারঃ পঞ্চায়েত নির্বাচনের আগেই ভোট বয়কটের ডাক উঠছে বিভিন্ন জায়গা থেকে সেরকমই এক নিদর্শন পাওয়া গেলো কোচবিহার শহর লাগুয়া শিব যোগ্য দোলা পাড়া গ্রাম পঞ্চায়েতে (বুথ নাম্বার ২৪৮)। তাদের দাবি সেই এলাকায় 10 বছর ধরে কোন উন্নয়ন হচ্ছে না। রাস্তার পরিস্থিতি খারাপ বর্ষায় প্রতিবছর জল জমে থাকে কোনো সংস্কার হচ্ছে না। পানীয় জলের সংকট, জল নিকাশির কোন ব্যবস্থা নেই। রাস্তায় জমে থাকা জল ঘরের ভেতর ঢুকে পড়ছে বাসিন্দাদের। তাদের খুব সমস্যার মধ্য দিয়ে জীবন যাপন করতে হচ্ছে। তারা প্রতি বছর বর্ষায় ঠিক করে বাড়ি থেকে বের হতে পারে না রাস্তায় জল জমে থাকার কারণে, বাড়ির লোকেরা বাজারেও যেতে পারে না ঠিক করে, একবেলা খেলে আরেক বেলা মুড়ি খেয়ে থাকে জলের জন্য বেরোতে চায় না কেউ, বাচ্চারা ঠিক করে স্কুলেও যেতে পারে না। এই খারাপ পরিস্থিতির খারাপ প্রভাব পড়ছে শিশুদের পড়াশোনার ওপরে। কেউ অসুস্থ হলে তাকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যেতে তাদের খুব অসুবিধায় পড়তে হয়। তারা আরো বলেছে বিগত কয়েক বছর আগে এই জলে পড়ে একজনের মৃত্যু হয়েছে। তাদের দাবি পঞ্চায়েত ভোটের আগে পঞ্চায়েত প্রধানরা এসে প্রতিশ্রুতি দেয় সব সমস্যার সমাধান করে দেবে। কিন্তু ভোট মিটে গেলে সে কাজ আর হয় না। তাদের প্রশাসনের কাছে একটাই দাবি যত দ্রুত এই সমস্যার সমাধান করা হোক। তারা যাতে ঠিক করে জীবনযাপন করতে পারে। আজ তারা এই কারণেই ভোট বয়কটের ডাক দিয়েছে উক্ত এলাকার বাসিন্দারা।