খবরিয়া নিউজ ডেস্ক, দিনহাটা ১৭ই জুন, দিনহাটা: মনোনয়নপত্র জমা দেওয়ার দিন শেষ আর পঞ্চায়েত ভোটের আগে আবার খুন, ঘটনাটি ঘটেছে দিনহাটা দুই নং ব্লকের কিসামত দশগ্রাম গ্রাম পঞ্চায়েতের টিয়াদহ এলাকায়। স্থানীয় সূত্রে খবর গভীর রাতে সেই বিজেপি কর্মিকে কয়েকজন মিলে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয় বলে অভিযোগ। বাড়ির অদূরে রক্তাক্ত অবস্থায় বানিয়াদহ নদীতে তার মৃতদেহ পাওয়া যায়। মৃত ব্যক্তির নাম শম্ভু দাস। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় দিনাহাটা থানার পুলিশ। পুলিশ সেই দেহকে উদ্ধার করে দিনহাটা মহাকুমা হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় সেই এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ সূত্রে খবর সেই ব্যক্তিকে কোনো ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে। এই ব্যাপারে মৃত ব্যক্তির বাবা নরেন দাস অভিযোগ করেন যে তার ছোট ছেলেকে রাত বারোটার দিকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়। মৃত ব্যক্তির বাবা নরেন দাস বলেন তার মেজো ছেলের বউ বিজেপি প্রার্থী হয়ে ভোটে দাঁড়িয়েছে,তাই তার ছোট ছেলেকে খুন করা হয়েছে। তার বাবা আরো বলেন তৃণমূলের কোন দুষ্কৃতি খুনটা করেছে।
এই ব্যাপারে পার্থপ্রতিম রায় বলেন যে শম্ভু দাশ নামে ব্যক্তি খুন হয়েছে তার সাথে রাজনীতির কোন যোগাযোগ নেই। তিনি বলেন এটি নিছকই কোন পারিবারিক বিষয় বা অন্য কোন বিষয় থাকলেও থাকতে পারে। এর সাথে তৃণমূলের কোনো যোগাযোগ নেই। তিনি আরো বলেন বিজিপি এই খুনকে নিয়ে নোংরা সংকীর্ণ রাজনীতি করছে। তারা দিনহাটা দুই নং ব্লকের বিভিন্ন প্রান্তে প্রার্থী দিতে পারিনি ও প্রার্থী খুঁজে পায়নি এমত অবস্থায় বিজেপি তাদের ব্যর্থতা ঢাকতে এই লাশকে নিয়ে নোংরা রাজনীতি করবার চেষ্টা করছে এবং পঞ্চায়েত নির্বাচনের আগে উত্তপ্ত করতে চাইছে দিনহাটা তথা কোচবিহারকে। আমরা সতর্ক রয়েছি সাধারণ মানুষ সতর্ক রয়েছে, জানি অল্প সময়ের মধ্যে কেন এই খুন সেটা পরিষ্কার হবে। আর যারাই দোষী হোক না কেন প্রশাসন ও পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।