পঞ্চায়েত ভোটের প্রাগ মুহূর্তে ফের দলবদল!

78

খবরিয়া নিউজ ডেস্ক, ২১শে জুন, জলপাইগুড়িঃ বিজেপি ছেড়ে তৃনমূলে যোগদান করলেন অধিকারী পরিবার।বিজেপির হয়ে পঞ্চায়েতের প্রার্থী হিসেবে নমিনেশন জমা করলেও দলের পক্ষ থেকে প্রতিক না মেলায় ক্ষোভে, পদ্ম শিবির ছেড়ে তৃনমূলে যোগদান করলেন ধূপগুড়ির ঝাড় আলতা ১ নং গ্রাম পঞ্চায়েতের পূর্ব ডাউকিমারী মৌজার ১৫/৬১ নং বুথের অধিকারী পরিবার।আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েত প্রার্থী হিসেবে বিজেপি দলের হয়েই নমিনেশন জমা করেন মমতা অধিকারী।কিন্তু দলের পক্ষ থেকে তাকে প্রতীক দেওয়া হয়নি।এমনটাই দাবি অধিকারী পরিবারের।বুধবার বিজেপি নেতৃত্বদের উপর ক্ষোভ উগরে দিয়ে তৃনমূল দলের নেতৃত্বদের হাত থেকে তৃনমুলের দলিয় পতাকা হাতে তুলে নিলেন মমতা অধিকারী এবং তার পরিবারের সদস্যরা।এদিন মমতা অধিকারীর স্বামী সুবল অধিকার ক্ষোভের সুরে বলেন, বিজেপির নেতাদের পরামর্শেই স্ত্রী’কে দার করিয়েছি। কিন্তু পরবর্তীতে স্কুটুনির দিনে যেতে দেননি নেতারাই।তিনি আরও বলেন, দলে পুরনো কর্মীদের গুরুত্ব না দিয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে বিভিন্ন দল থেকে আসা নবাগতদেরই।তবে এদিন ১৫/৬১ নং বুথে অধিকারী পরিবারের পাশাপাশি তাদের নেতৃত্বে এলাকায় ৩৩ টি পরিবার তৃনমূলে যোগদান করেন।এমনটাই দাবি তৃনমুল নেতৃত্বের।আগামি পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে এলকায় রাজনৈতিক দলগুলিতে যোগদান ও পাল্টা যোগদানে নির্বাচনি লড়াইয়ে জয়ের পূর্বাভাস পাচ্ছেন শাসক শিবির।