পর্যটকদের জন্য তিন মাস বন্ধ হচ্ছে জঙ্গল!

0
45

খবরিয়া নিউজ ডেস্ক,১৭ই জুন,আলিপুরঃ পাহাড়, নদী ,জঙ্গল ঘিরে ডুয়ার্সের পর্যটন, আর এই জঙ্গল তিন মাস বন্ধ হচ্ছে। গরুমারা, নেওরা ভ্যালি এবং চাপরা মারি সহ সকল জঙ্গল। পর্যটকদের প্রবেশ নিষেধ আগামী তিন মাস পর্যন্ত পাশাপাশি জঙ্গলের ভেতরে পর্যটকদের থাকার জন্য রেস্ট হাউস এবং সরকারি বাংলো বন্ধ থাকছে। ১৬ ই জুন থেকে পনেরই সেপ্টেম্বর পর্যন্ত জঙ্গলে প্রবেশ করতে পারবেন না পর্যটকরা। উল্লেখ্য প্রতিবছর বর্ষার সময় এই তিন মাস জঙ্গল বন্ধ করে দেওয়া হয়। মূলত এই সময়টা বন্য জন্তুদের প্রজননের সময়। এই সময় বন্য পশুরা আরো হিংস্র হয়ে থাকে। তাই এই কারণে সাধারণ মানুষ ও পর্যটকদের জঙ্গলে প্রবেশের উপর নিষেধাজ্ঞা থাকে। কাজেই জঙ্গল বন্ধ থাকলে এই তিন মাস পর্যটকদের তেমন দেখা মেলে না ডুয়ার্সে। কাজেই আগামী তিন মাস পর্যটন ব্যবসায় কিছুটা মন্দা দেখা দিতে পারে। কপালে হাত পড়েছে পর্যটন ব্যবসায়ীদের। তবে ডুয়ার্সের পাহাড়ি এলাকায় এই সময়টাতে পর্যটকদের ভিড় লক্ষ্য করা যায়। আগামী 15 ই সেপ্টেম্বরের পর ফের একবার জঙ্গলের বুক চিরে  জিপসি তে পর্যটকদের নিয়ে নজর মিনারের উদ্দেশ্যে ছুটবে গাড়ি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here