পর্যটন শিল্পের প্রসারে শিলিগুড়িতে আয়োজিত হতে চলেছে বেঙ্গল ট্র্যাভেল মার্ট!

0
36

খবরিয়া নিউজ ডেস্ক,১৭ই জুন, শিলিগুড়ি: পর্যটন শিল্পের প্রসারে শিলিগুড়িতে আয়োজিত হতে চলেছে বেঙ্গল ট্র্যাভেল মার্ট। সোমবার শিলিগুড়িতে এই মার্টের ওপর তৈরি ব্রোশিয়ারের উদ্বোধন করলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। জানা গিয়েছে, আগামী ৯ ই সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত আয়োজিত হবে ৭ তম বেঙ্গল ট্র্যাভেল মার্ট।প্রতি বছরই এই ট্র্যাভেল মার্ট অনুষ্ঠিত হয় এইবার তার ৭ম বছর।দেশ বিদেশের বহু পর্যটন শিল্পিরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন। শিলিগুড়ির একটি হোটেলে এই মার্ট আয়োজিত হবে। এতে বাংলাদেশ, নেপাল সহ ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে পর্যটন শিল্পের সঙ্গে যুক্তরা অংশগ্রহণ করবে। বিভিন্ন পর্যটনস্থল ও তার উন্নয়ন নিয়ে এই মার্টে আলোচনা হবে বলে জানা যায়।এই অনুষ্ঠানে মূলত ক্রস বর্ডার ট্যুরিজমের দিকে বেশি করে  জোর দেওয়া হবে। সোমবার দুপুরে শিলিগুড়ির একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এই মার্টের ওপর তৈরি ব্রোশিয়ারের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ সহ অন্যান্য আরও অনেকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here