পাহাড়ি মাতার বাৎসরিক পুজোর সূচনা করলেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং গোলে!

36

খবরিয়া নিউজ ডেস্ক,১৯ শে জুন, শিলিগুড়িঃ ফাঁসীদেওয়ার হরি মন্দিরে পাহাড়ি মাতার বাৎসরিক পুজোর সূচনা করলেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং গোলে। ২৮ তারিখ পর্যন্ত চলবে এই পুজো। সোমবার সকালে সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং গোলে ফাঁসিদেওয়া ব্লকের অন্তর্গত লিউসিপাকরি এলাকায় অবস্থিত হরি মন্দিরে আয়োজিত পাহাড়ি মাতার ১০ দিনব্যাপী চলা পুজোর সূচনা করেন। পুজো নিয়ে সেখানে অনেক আয়োজন ।তিনি নিজে পুজো দিয়ে এই বাৎসরিক পুজোর সূচনা করলেন।১৯ শে জুন থেকে এই পুজো শুরু হবে  চলবে ২৮ শে জুন পর্যন্ত। এই পুজো নবরাত্রির দিনও করা হয়। জানা গিয়েছে, প্রতিবছর সিকিমের মুখ্যমন্ত্রী এই মন্দিরে পাহাড়ি মাতার পুজো করেন। একইভাবে এবছরও তিনি পুজো সারলেন। পাহাড়ি মাতার পুজো উপলক্ষে মন্দিরে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে মন্দির কর্তৃপক্ষ। মন্দিরের চারপাশ পুজো উপলক্ষে ফুল দিয়ে সাজানো হয়েছে।তার সাথে সেখানে সেই ১০ দিনব্যাপী সাধারণ মানুষদের সেবার আয়োজন করা হয়েছে।