পিতৃ দিবসের শুভেচ্ছা সকল বাবাদের!

0
45

খবরিয়া নিউজ ডেস্ক,বিশেষ প্রতিবেদন ,কোচবিহারঃ ‘বাবা’ শব্দটি দেখতে ছোট হলেও অনেক বড়ো অর্থ বহন করে এই শব্দটি। মা যেমন ঘরের সব কাজ সামলে সংসারকে নিয়ন্ত্রণ করে ঠিক তেমনি বাবা ও সেই সংসার গঠন এবং সেই সংসারের যাবতীয় সব ইচ্ছে মেটানোর জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সারাদিন। বাবা কে সারাদিন হয়তো তার সন্তানেরা পায় না কিন্তু দিন শেষে এক পরিশ্রান্ত বিকেলে বাবা তার সন্তানদের ই খোঁজে। বাবা কে খুব অনায়াসেই জড়িয়ে ধরে বলা যায় না “তোমায় ভালোবাসি” কিন্তু বাবার জন্য মনে ভালোবাসা অফুরন্ত। বাবা জানে কোন খেলনা টা আমার পছন্দ, কোন দলের জার্সি আমি পছন্দ করি, আবার বাবা এটাও জানে সঠিক সময় কখন শাসন করতে হয়, কোন জিনিসটা চাইলেই দিয়ে দিতে নেই। আমাদের ছোটো বেলায় প্রায় সবারই হয়তো হাঁটা শেখা বাবার জুতোতে পা গলিয়ে, সবার হয়তো প্রথম স্কুল যাওয়াও বাবার ওই ভাঙা স্কুটার বা সাইকেলে চড়ে। প্রথম সাইকেল চালানো ও হয়তো বাবার তত্ত্বাবধানে। বাবাদের হয়তো কোনো বিশেষ দিন হয় না কিন্তু তবুও বিশ্বের সমস্ত বাবাদের জানাই “পিতৃ দিবসের অনেক শুভেচ্ছা” ভালো থাকুক পৃথিবীর সব বাবারা।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here