খবরিয়া নিউজ ডেস্ক, ১৫ই জুন,তুফানগঞ্জঃ নিজে প্রার্থী হওয়ার কথা থাকলেও শেষ অবধি জুটলো না তৃণমূলের পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী পদ। এছাড়াও অনেক পছন্দের মানুষ দলের পঞ্চায়েত নির্বাচনের টিকিট না মেলায় সামাজিক মাধ্যমে দলীয় নেতৃত্বের প্রতি ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের তুফানগঞ্জ ১ (অ ) ব্লক সভাপতি প্রদীপ বসাক। যা নিয়ে রাজনৈতিক মহলে পঞ্চায়েত নির্বাচনের আগে চাঞ্চল্য তৈরি হয়েছে। তৃণমূলের তুফানগঞ্জ ১(অ ) ব্লক সভাপতি প্রদীপ বসাক বলেন, আমি প্রার্থী হতে চাই নি। দল আমাকে প্রার্থী করবে বলে ঠিক করেছিল। কিন্তূ পরে শুনি আমাকে দলের প্রার্থী করা হয় নি।হয়তো আমি যোগ্য না। তবে যোগ্য হওয়ার আগামীদিনে চেষ্টা করবো। দল ছাড়বেন কিনা জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি নিয়ে পরে ভেবে দেখবো। এদিকে দলের টিকিট না পাওয়া নিয়ে তৃণমূলের ব্লক সভাপতির এহেন ক্ষোভের কথা শুনে সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য তমসের আলী বলেন, ওদের দলটাই অন্য রকমের ওই দল উৎশৃঙ্খল। ওদের দলের কোন্দল আরও বাড়বে। এভাবে একদিন দল টাই থাকবে না।বিজেপির তুফানগঞ্জের বিধায়ক মালতি রাভা রায় বলেন, ওদের দলের বিষয় আমি কিছু বলতে চাই না। এটাই ওদের হওয়ার কথা ছিল।