খবরিয়া নিউজ ডেস্ক, ১৬ই আগস্ট,শিলিগুড়িঃ মানুষের মৃত্যু সত্যি অনির্দেশ্য, কখন যে কার কি হয় তা বলা মুশকিল। আর এইরকমই এক ঘটনা ঘটলো এক ফুটবল খেলা দেখতে আসা দর্শকের সাথে। স্বাধীনতা দিবসে ফাঁসিদেওয়ার হাঁসখোয়ায় তরুণ সংঘ ক্লাবের উদ্যোগে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়।সেই খেলা চলাকালীন মাঠের পাশে থাকা গাছ ভেঙে মৃত্যু হল এক দর্শকের।নাম ধনেঞ্জয় সিংহ। জখম হয়েছেন আরো কয়েকজন।১৬ই আগস্ট ফাঁসিদেওয়ার হাঁসখোয়ায় তরুণ সংঘ ক্লাবের উদ্যোগে ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা চলছিল।খেলা দেখতে প্রচুর মানুষ ভিড় করেছিলেন।অনেকে মাঠের পাশে থাকা গাছের ডালে বসে খেলা দেখছিলেন।সেইসময় আচমকাই গাছের ডাল ভেঙে মাঠে দাঁড়িয়ে থাকা দর্শকদের ওপর পড়ে।ঘটনায় বেশকয়েকজন জখম হন। আহতদের তড়িঘড়ি উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক দর্শকের মৃত্যু হয়।গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন রয়েছে বেশ কয়েকজন।