ফের আক্রান্ত বিরোধী দলের প্রার্থী!

54

খবরিয়া নিউজ ডেস্ক, ১৬ই জুন, দিনহাটাঃ  ৮ই জুলাই পঞ্চায়েত ভোট আর ১৫ই জুন অব্দি ছিল মনোনয়ন পত্র জমা দাওয়ার শেষ দিন।পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে এমনি বাংলা উত্তপ্ত। মনোনয়ন পত্র জমা দাওয়াকে ঘিরে বাংলার নানা জায়গায় ঘটে গেছে একের পর এক অপ্রীতিকর ঘটনা বেশিরভাগ জায়গাতেই দেখা গেছে বিরধীরা আক্রান্ত হয়েছে। তবে এবার পঞ্চায়েত ভোটের সন্ত্রাসের আঁচ এসে পড়লো দিনহাটাতেও। ১৫ তারিখ দিনহাটাতে মনোনয়ন পত্র জমা দিতে গিয়ে আক্রান্ত হয় একাধিক সিপিএম প্রার্থী। তাদের মধ্যে এক জনের বক্তব্য তিনি ডিসিআর কাটার পর কিছু কাগজ পত্র জেরক্স করার জন্য বাইরে যান সেখানেই কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতি তাকে আক্রমন করে তার কাছ থেকে সব কাগজ পত্র কেড়ে নেয় কিন্তু পাল্টা তিনিও কালক্রমে চেষ্টা করে আবার কাগজ পত্র ফিরিয়ে নেন। তখনি এক পুলিশ কর্মী এসে তাকে উদ্ধার করে নিয়ে যান কিন্তু সেই দুষ্কৃতি নাকি তাকে হুমকিও দেন যে তিনি যেন ভোটে না দাঁড়ান তা নাহলে তার ফল ভাল হবে না। আবার আরেকজন প্রার্থী জানান তিনি মনোনয়ন পত্র জমা দাওয়ার পর তার বোনের বাড়ি সাহেবগঞ্জের উদ্দেশ্যে যাওয়ার পথে তাকেও নাকি কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতি আক্রমন করে তার কাছ থেকে সব কাহজ পত্র কেড়ে নিয়ে তাকে মারধর করে। ২ জন আক্রান্ত ব্যক্তিই বর্তমানে হসপিটালে চিকিৎসারত অবস্থায় আছেন।