বজ্রবিদ্যুৎ এর জেরে মৃত ২ হাতি!

45

খবরিয়া নিউজ ডেস্ক, ২১শে জুন,  জলপাইগুড়ি: মর্মান্তিক ঘটনা, বাজ পড়ে একসাথে দুটি হাতির মৃত্যু হলো।ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা চা বাগানে।উল্লেখ্য বজ্রপাতের পাশাপাশি গত কয়েকদিন ধরে বৃষ্টি চলছে জলপাইগুড়ি জেলা জুড়ে। মঙ্গলবার রাতেও ভারি বজ্রপাতের সাথে সাথে বর্ষনও হচ্ছিলো।আর বুধবার সকালে বামনডাঙ্গা চা বাগানের ডায়না নদীর ধারে হাতি দুটির দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।বজ্রপাতেই হাতি দুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন বন দপ্তরের কর্মীরা । তবুও বিষয়টি খতিয়ে দেখছেন বন আধিকারিকরা। মৃত হাতি দেখতে ভিড় করেছে অনেকেই। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে।