খবরিয়া নিউজ ডেস্ক, ২১ শে আগস্টঃ বাড়ির সীমানা দখলকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর সংঘর্ষে দুই পক্ষের মোট আহত ৫ জন। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে মালদা জেলার ইংরেজ বাজার থানার অন্তর্গত নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মী ঘাট এলাকায়। ওই ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ইংরেজ বাজার থানায় পুলিশ। পুরো ঘটনার শুরু করেছে পুলিশ।
হাসপাতাল সূত্রে জানা গেছে,আহতরা হলেন হাকিম শেখ (৫৮) স্ত্রী খৈমন বিবি (৫০)। আলম শেখ বয়স (৫০)। লতিফা বিবি বয়স(৪৮) ও আফসানা খাতুন (১৯)।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় আজ সকালে হাকিম শেখ তার বাড়ির সীমানা ঘেরার জন্য প্রাচীর দিচ্ছিল। সেই সময় বাধা দেয় আলম শেখ। এই নিয়ে শুরু হয় দুই পক্ষের মধ্যে মারধোর। ঘটনায় দুই পক্ষের মোট পাঁচজন আহত হয়। আহতদেরকে উদ্ধার করে নিয়ে আসা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য। বর্তমানে দুই পক্ষই চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।
এই বিষয়ে দুই পক্ষ ইংরেজ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ।