খবরিয়া ডেস্ক,১৬ই জুন,মেখলিগঞ্জঃ মেখলিগঞ্জের ফুলকাডাবরিতে বিএসএফের গুলিতে মৃত্যু হলো এক ভারতীয় যুবকের। মৃত যুবকের নাম গৌতম বর্মন(২৮) বৃহস্পতিবার রাত্রে ওই যুবক তার বাড়ির পাশে শৌচকার্য করতে গেলে সেখানে তাকে বিএসএফ আটক করে ও গুলি করে বলে পরিবারের অভিযোগ। এরপর রাত্রেই ওই যুবকের মৃত দেহ বাড়ি থেকে প্রায় ২কিমি দূরে নিয়ে বর্ডারে রাখা হয় বলেও পরিবার সূত্রে জানা গেছে। শুক্রবার ভোরসকালে পরিবারের লোকেরা জানতে পারেন তাদের ছেলেকে পাচারকারী বলে সন্দেহের বসে গুলি করে হত্যা করা হয়েছে। এদিকে ঘটনার খবর পেয়ে সেখানে পৌছায় কুচলিবাড়ি থানার পুলিশ। তবে এই প্রসঙ্গে মৃতর ভাই শ্যামল রায় বলেন – ভোট দেওয়ার জন্য সাতদিন আগেই বাড়ি ফিরেছে গৌতম অন্যত্র কাজ করে সে। গতকাল রাত্রে সে মাসির বাড়িতে ঘুরতে গিয়েছিল। এরপর রাত ১০টা নাগাদ তারা গুলির আওয়াজ শুনতে পান। পরে খোঁজ করতেই বুঝতে পারেন বিএসফের গুলিতে তার মৃত্যু হয়েছে। আজ সকালে ভারত বাংলাদেশের খোলা সীমান্ত থেকে ওই যুবকের দেহ উদ্ধার করা হয়। তার ভাই কোন কিছুর সাথে যুক্ত না তাকে মেরে বর্ডারে নিয়ে যাওয়া হয় এবং পাশে গরু রেখে দেওয়া হয় ব্লে অভিযোগ জানান তার দাদা। বিএসএফ সূত্রের খবর অনুযায়ী ওই যুবক গরু পাচার করতে গিয়ে বিএসএফের উপর আক্রমণ চালায়। তবে সাংবাদিকদের সামনে এ বিষয়ে কোন মন্তব্য করেননি বিএসএফ আধিকারিকরা। তবে প্রাথমিক তথ্য অনুযায়ী মৃত যুবকের বাড়ির পাশের জমি থেকেই পাওয়া গেছে গুলির খোলস। ঘটনাস্থলে অর্থাৎ যেখানে মৃতদেহ পড়েছিল সেখানে কোন খোলস পাওয়া যায়নি। মাথাভাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা জানান, শুক্রবার সকালে কূচলীবাড়ি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে পাঠিয়েছে। এবং সেই সাথে পরিবারের লোকজন যদি অভিযোগ দায়ের করে তাহলে অবশ্যই তদন্ত করবে এঈ আশ্বাস দিয়েছেন। সম্পূর্ণ তদন্ত ছাড়া মৃত্যুর আসল কারণ বলা সম্ভব নয়।