খবরিয়া নিউজ ডেস্ক, ২০ই জুন,তুফানগঞ্জঃ বিজেপির গ্রাম পঞ্চায়েতের প্রার্থীকে মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেওয়ার জন্য হুমকি দেওয়ার ও বিজেপি প্রার্থীর বাড়ির দরজা ভেঙে দেওয়ার অভিযোগ ওঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ ১ নং ব্লকের মারুগঞ্জ গ্রাম পঞ্চায়েতের উত্তর মরা ডাঙ্গা এলাকায়। সোমবার এ বিষয়ে মারুগঞ্জ গ্রাম পঞ্চায়েতের উত্তর মরা ডাঙ্গার ৮/৯৯ নং বুথের বিজেপির গ্রাম পঞ্চায়েত প্রার্থী মিঠুন সরকারের মা পুষ্প সরকার তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। পুষ্প সরকারের অভিযোগ গতকাল রাত প্রায় আটটা নাগাদ তৃণমূল নেতা রাজেশ তন্ত্রীর নেতৃত্বে একদল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের বাড়িতে আসে। লোহার রড, লাঠি ও বল্লম দিয়ে দরজা ভেঙে বাড়িতে প্রবেশ করে। আমার ছেলেকে মনোনয়ন পত্র প্রত্যাহারের জন্য ২৪ ঘন্টা সময় দেয়। মনোনয়ন পত্র প্রত্যাহার না করা হলে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এছাড়াও তারা বাড়ির লোকজন কে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তিনি আরও বলেন, যারা রাতের বেলায় আমার বাড়িতে এসেছিল, তাদের মধ্যে অনেকের মুখ কালো কাপড় দিয়ে ঢাকা ছিল। পুষ্প সরকার আরও বলেন, এরফলে রাতের বেলা আমরা খুব আতকে রয়েছি।বিজেপির নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের ৩ নং মন্ডল সভাপতি চিরঞ্জিত দাস বলেন, রাজেশ তন্ত্রীর বিরুদ্ধে এর আগেও বহু লিখিত অভিযোগ জমা পড়েছে। কিন্তূ পুলিশ তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না। পুলিশ যদি ঠিকমতো কাজ না করে, তবে আমরা আগামীদিনে বৃহত্তর আন্দোলনে সামিল হব।আর এর আগে রাজেশ তন্ত্রী বলেছিলেন, তার বিরুদ্ধে ওঠা অভিযোগ যদি সত্যি প্রমাণিত হয়, তাহলে তিনি প্রার্থী পদ থেকে তার নাম প্রত্যাহার করে নেবেন। এখন তো প্রমান রয়েছে, তিনি এখন প্রার্থী পদ থেকে নিজের নাম তুলে নিক।তৃণমূলের তুফানগঞ্জ ১(অ ) ব্লকের সাধারণ সম্পাদক তথা তৃণমূলের তুফানগঞ্জ ১ নং পঞ্চায়েত সমিতির প্রার্থী রাজেশ তন্ত্রী বলেন, আমার বিরুদ্ধে তোলা অভিযোগ ভীত্তিহীন। বিজেপি আসলে ছয়টি বুথে প্রার্থী দিতে পারে নি। আর তাই এসব করে নিজেদের প্রচারে আনতে চাইছে। লিখিত অভিযোগের পরিপ্রেক্ষীতে ঘটনার তদন্ত শুরু করেছে তুফানগঞ্জ থানার পুলিশ।