১৫ ই জুন, কোচবিহারঃ কোচবিহারের ১৫ নং ওয়ার্ডের মসজিদপাড়া সংলগ্ন এলাকায় এক বাড়িতে নির্মাণ কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে আহত হয় এক যুবক যুবকের নাম এক্রামুল হক (২৫)। ৩ জন মিস্ত্রি দীর্ঘ কয়েকদিন ধরে ওই বাড়িতে নির্মাণ কাজ করছিল বলে জানা যায়। প্রতিদিনের ন্যায় ওইদিনেও কাজ করতে গিয়ে এক লোহার পোল অন্যত্র সরানোর সময় সেটা রাস্তার বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে এক বিস্ফোরণ হয় যার ফলে এক্রামুল হক গুরুতর ভাবে আহত হয়। বাকি ২ জন মিস্ত্রি নিচেই অন্য কাজ করছিল তারা বিস্ফোরণের আওয়াজ পেয়ে ওপরে গিয়ে এক্রামুল কে আহত অবস্থায় উদ্ধার করে। ঘটনা সূত্রে জানা যায় এক্রামুল এর বাবা মহম্বদ মজিবুল হোসেন ও তার সাথেই ওই বাড়িতে কাজ করছিল। আওয়াজ পেয়ে সেই সবার আগে ওপরে গিয়ে তার ছেলেকে উদ্ধার করে বাকিদের খবর দেন এবং সবাই ধরাধরি করে তাকে টোটোতে করে হসপিটালের উদ্দেশ্যে নিয়ে গেলে দ্রুত তার চিকিৎসা শুরু হয় বলে জানা গেছে। এক্রামুলের বাবা মহম্বদ মজিবুল হোসেনকে কিভাবে ঘটেছে এই ঘটনা জিজ্ঞেস করলে তিনি বলেন তারা দীর্ঘ কয়েকদিন ধরে উক্ত ওই বাড়িতে নির্মাণ কাজ করছেন ১৫ তারিখ সকালেও তারা কাজ শুরু করলে এক লোহার পোল রাস্তার বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে এক বিস্ফোরণ ঘটে তারা আওয়াজ পেয়ে ওপরে গেলে তার ছেলে এক্রামুল হক কে আশংকা জনক ভাবে উদ্ধার করে তাকে হসপিটালে নিয়ে আসেন। ঘটনাস্থলে কোচবিহার পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ মহাশয় নিজে গিয়ে দেখে আসেন তার পাশাপাশি কোতওয়ালি থানার আইসিও ঘটনাস্থলে গিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখে আসেন।