বিপদজনক ভাবে নদী পারাপার স্থানীয়দের!

20

খবরিয়া নিউজ ডেস্ক, ১৯শে জুন,তুফানগঞ্জঃ বর্ষা প্রবেশ করেছে উত্তরবাংলায়, প্রবল এই বর্ষার জেরে উত্তরবঙ্গের কিছু জায়গার মানুষদের  বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কখনও কোনো অঞ্চলে জল জমে যাতায়াতের অসুবিধা তো আবার কখনও নদীর ওপরে বাঁশের সাঁকোর অভাব। এইরকম এক সমসস্যার নিদর্শন দেখা গেলো তুফানগঞ্জ ১ নং ব্লকের অন্তর্গত অন্দরান ফুলবাড়ী ১ নং গ্রাম পঞ্চায়েতের উল্লার খাওয়া ঘাট এলাকায়। প্রবল বর্ষার জেরে রায়ডাক নদীর জলস্তর ব্যপক বৃদ্ধি পেয়েছে। সেই অঞ্চলের মানুষদের নদী পারাপার করার একমাত্র মাধ্যম হোলো একটি বাঁশের সাঁকো কিন্তু বর্ষার জন্য সেই বাঁশের সাঁকো কার্যত তলিয়ে যাচ্ছে। কিন্তু এদিকে এলাকাবাসিদের ব্যাবসা এবং অন্যান্য কাজের জন্য ওই বাঁশের সাঁকোই একমাত্র ভরসা। এদিকে রীতিমত জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার করতে হচ্ছে স্থানীয়দের। এলাকাবাসিরা জানিয়েছে তাদের বিভিন্ন কাজের সূত্রে নদী পারাপার করতে হয় প্রতিনিয়ত যার জন্য উক্ত ওই সাঁকোটি মজবুত বা টেকসই থাকাটা খুবই দরকার। তারা আরও বলেন প্রতি বছর বর্ষার সময় এই সাঁকোর জন্য প্রচুর দুর্ঘটনা ঘটে ওই এলাকায়। এলাকার বাসিন্দারা অনেক বার প্রশাসনের দ্বারস্থ হওয়া সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে কোন ব্যবস্থা নাওয়া হয়নি অভিযোগ স্থানীয়দের। এই দিকে অপর পাশে রায়ডাক নদীর উপর ব্রিজ নির্মাণের কাজ শুরু হলেও এখনও তা সম্পূর্ণ হয়নি এই নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন স্থানীয়রা।