খবরিয়া ডেস্ক, ১৬ই জুন, জলপাইগুড়িঃ বিশেষ মানুষ মাছ বিক্রেতা, কৃষ্ণ নন্দী যিনি মাছ বিক্রি করে তার সংসার চালায়। তার একটি ওয়াকার দরকার ছিল। আগের ওয়াকারটি ভেঙ্গে গিয়েছে। যার ফলে চলাচলে দারুন অসুবিধার মধ্যে পড়তে হয়েছে তাকে, এই পরিস্থিতিতেও তিনি মাছ বিক্রি করে তার সংসার চালায়, সে একটি ওয়াকার না পেলে তার কাজ করতে এবং তার পরিবারের পেট চালাতে অসুবিধা হচ্ছে। যার জন্য তিনি সংবাদমাধ্যমে আবেদন করেছিলেন তার একটি ওয়াকার দরকার। এই খবর সংবাদমাধ্যমে দেখানোর পর ১৬ই জুন সকালেই গ্রীন জলপাইগুড়ি সেই বিশেষ চাহিদা সম্পন্ন যুবকের কাছে এসে তার দরকারি ওয়াকারটি তুলে দেন।দীর্ঘ দিন নানা জায়গায় আবেদন করার পরও যখন কেউ তার পাশে এসে দাঁড়ায়নি তখন তার পাশে এসে দাঁড়ালো গ্রিন জলপাইগুড়ি। এই ধরনের উদ্যোগে খুশি প্রকাশ করেছেন কৃষ্ণ নন্দী। উল্লেখ্য বিশেষ চাহিদা সম্পন্ন এই যুবক অনায়েসেই এখন মাছ বিক্রি করে নিজের পরিবারের জীবিকা নির্বাহ করতে পারবে। এখন তার এই সরঞ্জাম পেয়ে দারুন খুশি সে।