খবরিয়া নিউজ ডেস্ক,১৭ই জুন,শিলিগুড়ি: চারিদিকে যেভাবে বাড়ছে পথ দুর্ঘটনা ।আজ সেরকমই এক মারাত্মক দুর্ঘটনার কবলে পড়লো যাত্রী বোঝাই চলন্ত বাস। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি থেকে কোচবিহার যাওয়ার পথে। প্রায়শই এরকম ঘটনা যেন ঘটেই চলেছে। আবারো এই ভয়াবহ বাস দুর্ঘটনা জলপাইগুড়ির তালমা এলাকায়। যাত্রী বোঝাই চলন্ত বাসের চাকা খুলে বিপত্তি। বাস ভর্তি ছিল যাত্রী। ঘটনাটি ঘটার ফলে আহত বেশ কয়েকজন যাত্রী। ঘটনাস্থলে যখন দুর্ঘটনাটি ঘটে কিছু স্থানীয় বাসীন্দা লক্ষ্য করে বাসটি যেভাবে চলছিল কিছু না কিছু দুর্ঘটনা হতে পারে বলে আশঙ্কা করেছিল। ঠিক সেই মুহূর্তেই ঘটে যায় বিপত্তি। হঠাৎ করে গাড়ির চাকা গুলো খুলে বেরিয়ে আসায় বাসটি উল্টে যায়। তৎক্ষণাৎ স্থানীয়রা সেখানে দৌড়ে যায় এবং দমকল বাহিনীকে অতিসত্বর আসার জন্য খবর দেওয়া হয়। ঘটনাস্থলে দমকল পৌঁছায় এবং বাসে আহত বেশ কয়েকজন যাত্রীদের উদ্ধার করে সেখানকার স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। স্থানীয়দের কাছ থেকে জানতে পারা যায় প্রায়শই সেই জায়গাটিতে এরকম ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে থাকে।পুরো ঘটনাটি তদন্ত করছে জলপাইগুড়ি পুলিশের ডিএসপি সমীর পাল সহ বিশাল পুলিশ বাহিনী।