খবরিয়া ডেস্ক,১৬ই জুন,তুফাঙ্গাঞ্জঃদীর্ঘ পাঁচ বছর থেকে স্থায়ী নদীর বাঁধের আবেদন করেও কোন কাজ হয়নি। বিগত কয়েকদিন ধরে প্রবল বর্ষার জন্যে কার্যত জলস্তর বৃদ্ধি পাচ্ছে রায়ডাক নদীতে, আর যার জেরেই শুরু হয়েছে এই নদীর কাঁচা বাঁধের ভাঙ্গন, নদীর স্থায়ী বাঁধ না পেলে এবার ভোট বয়কটের ডাক দিলেন তুফানগঞ্জ ২নং ব্লকের অন্তর্গত লাঙ্গল গ্রাম পশ্চিম বাঁধেরপাড় এলাকার বাসিন্দারা। তারা বলেন দীর্ঘ পাঁচ বছর থেকে বিভিন্ন দপ্তরে আবেদন করার পরও কোনো কাজে আসেনি তাই এবার ভোট বয়কটের পথে হাঁটবেন তারা। দীর্ঘ অনেক বছর ধরেই বর্ষা আসলেই বাঁধের ভাঙন শুরু হয় এবং বন্যা হয় ওই এলাকায়। ওই এলাকার বাসিন্দা্রা জানান তারা ৩০ থেকে ৪০ টা পরিবার সেখানে বসবাস করেন বর্ষা আসলেই তাদের চিন্তা শুরু হয়ে যায় তাদের দাবি এই অস্থায়ী দুর্বল বাঁধের পরিবর্তে নতুন পোক্ত বাঁধ তৈরি করে দিতে হবে তা নাহলে তারা ভোট বয়কটের দাবিতে হাঁটবেন। বারংবার নানা দপ্তরে আবেদন জানিয়েও কোন কাজ হয়নি বলে জানান এলাকাবাসিরা। তাই পঞ্চায়েত ভোটের আগে তাদের এই দাবিকে মান্যতা না দিলে তারা ভোট বয়কটের দাবিতে রাস্তায় নামবেন।যদিও এই বিষয়ে বিশেষ দপ্তরের আধিকারিকদের সাথে যোগাযোগ করা হয়েছিল কিন্তু তাদের পক্ষ থেকে কোন মন্তব্য করা হয়নি।