খবরিয়া নিউজ ডেস্ক, ১৭ই আগস্টঃ যাদবপুরের মর্মান্তিক ছাত্র নিহত ঘটনায় দিনহাটা কলেজে ধিক্কার মিছিল অনুষ্ঠিত হলো তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে। তারপর বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ দিনহাটা কলেজ চত্বরে ধিক্কার মিছিল করে তৃণমূল ছাত্র পরিষদের দিনহাটা কলেজ ইউনিটের সদস্যরা। ঘটনায় তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সহ এক প্রতিনিধি দল শান্তিপ্রিয় ডেপুটেশন দিতে যায় ঠিক সেই সময় বামপন্থী আশ্রিত এসএফআই এর গুন্ডাবাহিনী তৃনমূল ছাত্র পরিষদের উপর আক্রমণ করে। আর সেই আক্রমনের কারণে প্রতিবাদ জানিয়ে দিনহাটা কলেজে ধিক্কার মিছিল করে তৃণমূল ছাত্র পরিষদ। সেই ধিক্কার মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রনেতা আমির আলম, মিরাজ আলম, নিজামুদ্দিন সরকার, রানা হক, মুস্তাফিজুর রহমান, বাপ্পি হোসেন আনারুল হক, আব্দুল মান্নান, জসিম আলী, আলামিন খান। ঘটনা প্রসঙ্গে এক আন্দোলনকারী বলেন যে এই ঘটনা নিয়ে নতুন করে বলার কিছু নেই আপনারা সকলেই জানেন যাদবপুরের ছাত্র স্বপ্নদ্বীপকে নিয়ে সংবাদমাধ্যমের সামনে তোলপাড় চলছে গত কয়েকদিন যাবত যাদবপুরের ছাত্র স্বপ্নদ্বীপের রহস্য মৃত্যু নিয়ে. স্বপ্নদ্বীপ এক নতুন জীবনের আশা নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় ভর্তি হয়েছিল সেখানে ভর্তি হওয়াটাই কি তার কাল হয়ে দাঁড়িয়েছিল. তিনি আরো জানিয়েছেন শুধু স্বপ্নদ্বীপি নয় স্বপ্নদ্বীপের মতো আরো হাজারো ছাত্র-ছাত্রীকে এই রাগিং এর শিকার হতে হয়. এক কথায় তারা এই ঘটনাকে ধিক্কার জানায়. আর সেই দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে তাদের এই ধিক্কার আন্দোলন চলবে. এবং তারা সকলেই বারবার যাদবপুর ইউনিভার্সিটির শান্তি ফিরিয়ে আনার জন্য ডেপুটেশন প্রদান করে যাচ্ছে আর যতদিন পর্যন্ত না সেই দোষীদের শাস্তি হবে এবং যাদবপুর ইউনিভার্সিটি সাথে সমগ্র লেজের শান্তি ফিরে আসবে র্যাগিং বন্ধ হবে ততদিন পর্যন্ত তাদের এই আন্দোলন জারি থাকবে।