খবরিয়া নিউজ ডেস্ক, ১৭ই আগস্টঃ কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় নামেই সেরা। কিন্তু মেধার দিক থেকে এগিয়ে থাকলেও অভাব সুশিক্ষার। তারিই এক জলজ্যান্ত ছবি দেখা গেল স্বপ্নদ্বীপের স্বপ্ন ভাঙ্গা । স্বপ্ন দ্বীপের মৃত্যুর ঘটনায় গোটা রাজ্য যখন তোলপাড় ঠিক সেই মুহূর্তে হোস্টেল সুপারের বিস্ফোরক মন্তব্য , তিনি বলেন মেন হস্টেলে নেশার আসর বসত, সাথে হোস্টেলের ঘরে ও ছাদে র্যাগিং, এই বিষয়ে বারংবার জানানোর পরেও হোস্টেল কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ করেননি বলে জানান হোস্টেল সুপার। তিনি জানান বারোটা সাত নাগাদ এ খবর পেয়েছেন তিনি। তাদের আরেক সুপার গৌতম মুখোপাধ্যায় তাকে ফোন করে জানান যে আপনাদের কোন ও একটা ব্লকে বারান্দা থেকে এক ছাএ পড়ে গিয়েছেন। তিনি তখন নিচে নামে ততক্ষণে ওই পড়ুয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই নিয়ে হোস্টেল সুপার আরো জানিয়েছেন , প্রথম বর্ষের ছাত্ররা এলে যেতেন । টহল দিয়ে চলে গেলে ঘরে বাইরে এসে ছাত্ররা গালিগালাজ দিয়ে যেত। দিনের বেলায় যেতেন তবে রাতের বেলায় সবসময় যেতেন না। নতুন ছেলেরা আসলে যেতেন । তার ফোন নাম্বার দিয়ে আসতেন তিনি । তিনি ও তাঁদের ফোন নম্বর কালেকশন করে রাখতেন। তবে সিনিয়রদের প্রভাব মারাত্মক ছিল। কতৃপক্ষ সবই জানে না এমন কিছু নয়। কিছু ব্যবস্থা নেওয়া হয়নি। মুখে অনেকবার বলেছেন। কোন ছেলে রিপোর্ট করলে নিশ্চয়ই কর্তৃপক্ষ ব্যবস্থা নিতো।তারা দুজন সুপার ৬০০ ছাত্রকে সামলাবে কি করে? এই নিয়ে বারবার হোস্টেল সুপার দাই করছে কর্তৃপক্ষকে। অন্যদিকে, যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় এই নিয়ে একে একে মোট ৯ জনকে গ্রেপ্তার করল পুলিশ । ২৮ তারিখ পর্যন্ত নির্দেশ দিয়েছেন আলিপুর আদালতের বিচারক।