যোগদান অব্যাহত শাসক দলে, সমৃদ্ধ হচ্ছে তৃণমূল শিবির!

0
46

খবরিয়া নিউজ ডেস্ক, ১৯শে জুন,কোচবিহারঃ পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই দফায় দফায় কোচবিহার জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় 400 পরিবার বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসের যোগদান করেছেন। এমনটাই দাবি কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বদের। তুফানগঞ্জ, কোচবিহার উত্তর এবং দক্ষিণ, এবং মেখলিগঞ্জ এই চার বিধানসভায় যোগদানের হার সব থেকে বেশি।রবিবার কোচবিহার ২ নং ব্লকের মরিচবাড়ি খোলটা অঞ্চলে ৩ এর ৪৬ নম্বর বুথ থেকে বিজেপির ৪৫টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন অঞ্চল সভাপতি তুলসী সরকারের হাত ধরে। একই সাথে তুফানগঞ্জে বিভিন্ন দল থেকে প্রায় ২০০ এর ও বেশি পরিবার তৃণমূল কংগ্রেসের যোগদান করেছেন। কোচবিহার দক্ষিণ বিধানসভা এলাকার চান্দামারী এলাকায় রবিবার রাতে এবং সোমবার সকালে দফায় দফায় আটষট্টি পরিবার যোগদান করেছেন তৃণমূল কংগ্রেসে। অঞ্চল সভাপতি শিবু বর্মন জানান, বিজেপিতে থেকে দীর্ঘদিন থেকেই এই পরিবারগুলো তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করে আসছিল। এই পরিবার গুলির বিপদে দরকারে সব সময় তৃণমূল কংগ্রেসের সদস্যরা সহযোগিতার হাত বাড়িয়ে দেন। বিজেপির বিধায়ক কে তো দূরের কথা, স্থানীয় কর্মীদেরও দেখা যায় না। তাই তারা বিজেপির মোহ ত্যাগ করে তৃণমূল কংগ্রেসের যোগদান করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here