খবরিয়া নিউজ ডেস্ক, ২১শে জুন, মালদাঃ মালদা-রথের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার। আহত হয়েছেন আরো দুজন। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার জালালপুর এলাকায়। মঙ্গলবার বিকেলে রথ বের হয়। রথ নিয়ে যাওয়ার সময় হঠাৎ এই বিপত্তি ঘটে। রথের চাকার নিচে পড়ে যান পুরাতন হাটখোলা এলাকার বাসিন্দা সুনন্দা মন্ডল(৩২) নামে এক মহিলা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রথ নিয়ে যাওয়ার সময় অন্যান্য ভক্তবৃন্দদের মতই তিনিও রথের দড়ি একবার ছোঁয়ার জন্য দাঁড়িয়ে ছিলেন ভিড়ের ঠেলা ঠেলির মধ্যেই কোন কারণে তিনি নিজের শরীরের সন্তুলন হাড়িয়ে পড়ে যায় এবং তার শরীরের ওপর দিয়ে রথের চাকা চলে গিয়ে তাঁর মৃত্যু ঘটে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত গৃহবধূর স্বামী পিন্টু মণ্ডল জানান তিনি তাঁর স্ত্রী এবং আরও একজন মহিলা রথযাত্রা দেখতে যান।রথের দড়ি ছোঁয়ার জন্য তারাও সেখানে দাঁড়িয়ে ছিল কিন্তু ভিড়ের মধ্যে ঠেলা ঠেলিতে তার স্ত্রী রথের চাকার নিচে গড়িয়ে যায় এবং তাঁর মৃত্যু ঘতে।তার সাথে এই ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন মহিলা। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।