রাজ্যে শুরু হোলো ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রশিক্ষণ শিবির!

0
43

খবরিয়া নিউজ ডেস্ক,১৮ই জুন,কোচবিহার:সামনের ৮ই জুলাই বঙ্গে পঞ্চায়েত ভোট ইতিমধ্যেই শেষ হয়ে গেছে বিভিন্ন দলের মনোনয়ন পত্র জমা দাওয়া এবং আজকে কোচবিহারের রবিন্দ্র ভবনে ছিল বিভিন্ন স্কুল শিক্ষকদের নিয়ে ভোটের প্রশিক্ষণ। কিন্তু সেই প্রশিক্ষণকে কেন্দ্র করেই নানা প্রশ্ন উঠছে।পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে বঙ্গের নানা জায়গাতেই হাওয়া খুবই গরম। এমনবস্থায় শিক্ষকদের দাবি তাদের সুরক্ষার জন্য যেন প্রশাসন পর্যাপ্ত পরিমানে ব্যবস্থা নেয়। কিন্তু আজকে প্রশিক্ষণের সময় সুরক্ষা নিয়ে কোন রকম উক্তি করা হয়নি অভিযোগ শিক্ষকদের। শিক্ষকরা বলেন যে ২০১৮ এর পঞ্চায়েত ভোটের সময় জা ঘটেছে তার যাতে পুনরাবৃত্তি না ঘটে তার ব্যবস্থা যেন প্রশাসন নেয়।তারা আরও বলেন এখনও অব্দি পঞ্চায়েত ভোটকে ঘিরে বাংলায় যে সন্ত্রাস চলছে তার বিরুদ্ধে যেন সরকার সোচ্চার হয় এবং যেসব দুষ্কৃতিরা এই সন্ত্রাস বাংলায় ছড়াচ্ছে তাদের যেন খুব দ্রুত শাস্তি দাওয়ার ব্যবস্থা করা হয়। আজকের প্রশিক্ষণে এইসবের উল্লেখ না থাকলেও শিক্ষকদের দাবি ২য় দিনের প্রশিক্ষনের সময় যাতে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় তার পাশাপাশি রবিবার তুফানগঞ্জ ২ নং ব্লকের অন্তর্গত বক্সিরহাট মহাবিদ্যালয় এবং তুফানগঞ্জ ১ নং ব্লক এ তুফানগঞ্জ পৌরসভা কমিউনিটি হল ও কাবেরী সিনেমা হলে এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। মূলত এদিন তুফানগঞ্জ মহকুমা তে দুটি ধাপে মোট এক হাজার এবং বক্সিরহাট মহাবিদ্যালয় ৩০০ জনের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here