খবরিয়া নিউজ ডেস্ক,১৬ই জুন,শিলিগুড়িঃ শিলিগুড়ি থেকে বাড়ি ফিরছিলেন এক যুবক। স্কুল ডাঙ্গী মোড়ে নামার পর বেশ কয়েকজনের জটলায় জড়িয়ে পড়ে সে। যুবকটি রাস্তার পাশ দিয়ে যাবার সময় যুবকটিকে আটক করে এবং মারধোর ও ছুরি দিয়ে এলোপাথাড়ি আঘাত করা হয়। যুবকটি মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে নকশালবাড়ির স্কুল ডাংগি মোড় এলালাকায়। আক্রান্ত যুবকের নাম সারণ বিশ্ব শর্মা। পরে আহতের দাদা ঘটনাস্থলে পৌঁছে তার ভাইকে উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে ভর্তি করে। সেই যুবকের অবস্থা এখনো সংকটজনক কিন্তু তার চিকিৎসা এখনও চলছে। গোটা ঘটনায় দুস্কৃতিদের গ্রেফতারের দাবিতে অভিযোগ দায়ের করেছে পরিবারের সদস্যরা। তার পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছে।এই ঘটনার ফলে সেই এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। ঘটনার ফলে আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ রাস্তায় বের হওয়া নিয়ে। কি কারনে এই ঘটনাটি ঘটেছে তা এখনো জানা যাচ্ছে না। ঘটনার তদন্তে নেমেছে নকশালবাড়ি থানার পুলিশ।