খবরিয়া নিউজ ডেস্ক,১৬ই জুন,তুফানগঞ্জঃ বেহাল রাস্তা সংস্কারের দাবিতে প্ল্যাকার্ড হাতে নিয়ে ভোট বয়কটের ডাক দিয়ে পথ অবরোধে বসলেন প্রায় ৬০ টি পরিবার। শুক্রবার দুপুরে তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের বলরামপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বলরামপুর থেকে শালমারা সংযোগকারী রাজ্য সড়কে বসে ভোট বয়কটের ডাক নাটাবাড়ি বিধানসভার অন্তর্গত বলরামপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের 8/243নং বুথের শৌলধুকরী এলাকার বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার পুলিশ। বাসিন্দাদের অভিযোগ, এলাকার প্রধান পঞ্চায়েত তাদের গ্রামের রাস্তা সংস্কারের ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেনি।ভোটের আগে তারা আশ্বাস দেয় সব কাজ হয়ে যাবে, ভোট মিটে গেলে সেই কাজ আর হয় না ও তাদের দেখাও পাওয়া যায় না। অনেক বছর ধরে রাস্তার বেহাল দশা, প্রতিবছর বর্ষায় সমস্যায় পড়তে হয় গ্রামবাসীদের।অল্প বৃষ্টিতেই জল জমে এলাকায়। সেই রাস্তার জল সমতলে থাকা ঘর বাড়ির ভেতরে ঢুকে যায়। রাস্তায় চলাচল করতে অসুবিধায় পড়তে হচ্ছে সাধারণ মানুষের,যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। যার ফলে বড়ো দুর্ঘটনা হতে পারে ওই এলাকায়।সেই এলাকার মানুষরা খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে জীবনযাপন করছে। এই পরিস্থিতির খারাপ প্রভাব পড়ছে শিশু জীবনে, কারণ তারা এর ফলে স্কুল যেতে পারছে না প্রতিদিন। তাই বাধ্য হয়ে ভোট বয়কটের ডাক দিয়েছেন তারা। পরবর্তীতে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নিলেও ভোট বয়কটে অনড় থাকেন গ্রামবাসীরা।