খবরিয়া নিউজ ডেস্ক,১৯শে জুন,দিনহাটাঃ দিনহাটার সাহেবগঞ্জ টিয়াদহ গ্রামে শম্ভু দাস ছিলেন বিজেপি প্রার্থীর দেওর। সবার দাবি শম্ভু দাস কোনরকম কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন না। কিন্তু বিজিপি কেন্দ্রীয় সাংসদ স্বরাষ্ট্র মন্ত্রী নিশীথ প্রামানিক তৃণমূল কংগ্রেসের ওপর অভিযোগ তুলে ধরেছিলেন। আবার বিরোধী দল তৃণমূল কংগ্রেস তার পাল্টা অভিযোগে মন্ত্রী উদয়ন গুহ জানিয়েছেন শম্ভু দাস কোনরকম রাজনৈতিক ভাবে জড়িত ছিলেন না। তিনি টিউশন মাস্টার ছিলেন। তিনি আরও বলেন পুলিশ সূত্রে নাকি জানা গেছে শম্ভু দাস কোন মহিলা সংক্রান্ত ঘটনায় জড়িত ছিলেন। যার ফলে আজ এই রকম একটি ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়। আবারো বিরোধীদল নিশীথ প্রামানিক জানিয়েছেন পুলিশের কাছে এই পুরো ঘটনাটি সাজানো ছিল যা বেঠিক ভাবে তুলে ধরা হয়েছে। এবার দিনহাটা সাহেবগঞ্জ থানার পুলিশ জানিয়েছেন গত ১৭ই জুন ও ১৮ই জুন ঘটনাটিকে কেন্দ্র করে দিনহাটার বিজেপি প্রার্থীর দেওর শম্ভু দাসের খুন হওয়ার পেছনে কি কারণ রয়েছে তা ক্ষতিয়ে দেখছেন। এবং তাদের থানার সিনিয়র অফিসাররা মিলে অনুসন্ধান করার পর সুজয় দাস নামে এক ব্যক্তিকে সন্দেহ করেছেন এবং সেই ব্যক্তিকে গ্রেফতার করার আর্জি রেখেছেন। এবং সেই ব্যক্তির কাছে বিভিন্ন প্রমাণ পত্র পাওয়া গেছে। তাই এবার দিনহাটা সাহেবগঞ্জ থানার পুলিশ বিভিন্ন পোর্টালের মাধ্যমে জানিয়েছেন শম্ভু দাসের খুনের আসল রহস্য অতিসত্বর সবার সামনে তুলে ধরবেন এমনটাই দাবি রেখেছেন।