খবরিয়া ডেস্ক, ১৭ই জুন, শীতলকুচি থেকে কাজল রায়ের রিপোর্টঃ নাটকীয় কায়দায় রীতিমতো সিঁধ কেটে শীতলকুচি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে অপহরনের চেষ্টা করার অভিযোগ উঠল কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শীতলখুচি ব্লকের নগর লালবাজার এলাকায় ২৭৮ নাম্বার বুথের প্রার্থী কোবির হোসেন মিয়ার সাথে। বর্তমানে তিনি মাথাভাঙ্গা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা এখন সংকটজনক,অভিযোগ অনুযায়ী, শুক্রবার রাতে বাড়িতে দুষ্কৃতীরা সিঁধ কেটে প্রবেশ করে। এরপর তার বুকের উপরে চড়ে বসে হাত-পা বাঁধার বাধার চেষ্টা করে, সে সময় তিনি খাতিরে লাথি দিলে একজন আর বাড়ির টিনের দেওয়ালে গিয়ে আঘাত করে। প্রচন্ড জোরে শব্দ হয় এবং বাড়ির লোকজন উঠে যায়। অতঃপর দুষ্কৃতীরা তাকে মারধর করে পালিয়ে যায় বলে অভিযোগ। শুধু তাই নয় তার চোখে বিষাক্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন প্রার্থী কোবির সাহেব। এই ঘটনার ফলে সেই গ্রামবাসীদের মনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে শীতলকুচি থানায়। তদন্ত করছে শীতলকুচি থানার পুলিশ। রাতের অন্ধকার আততায়িদের দেখতে পারেননি তিনি। তবে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক মন্তব্য করে বলেন, তৃণমূল কংগ্রেসের উন্নয়নের যে খতিয়ান ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন তার নিরিখে বিরোধীদের কিছু করার নেই। তাই তারা সন্ত্রাসের আশ্রয় নিয়েছে। তবে সন্ত্রাস করে তৃণমূল কংগ্রেসকে আটকে রাখা যাবেনা। দোষীদের গ্রেপ্তারের দাবিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লালবাজার অঞ্চলের সিতাই শীতলকুচি রাস্তা অবরোধ করে। ঘটনাস্থলে যায় শীতলকুচি থানার পুলিশ। মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা জানান গোটা বিষয়টি তদন্ত দেখছে পুলিশ।




