খবরিয়া ২৪ নিউজ ডেস্ক,১৯ আগস্টঃ জাতীয় পতাকার প্রতি অবমাননাকর আচরণের অভিযোগ উঠেছে বাংলারই এক বিজেপি সাংসদের বিরুদ্ধে। তিনি আর কেউ নন, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুরেন্দ্র সিং অহলুওয়ালিয়া। আর তা নিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা। বর্ধমান থানায় তাঁর বিরুদ্ধে যিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি বর্ধমান শহরেরই এক বিজেপি নেতা। এটা নিয়েই যত গোল বেধেছে। অর্থাৎ বিজেপির স্থানীয় নেতা থানায় অভিযোগ করছেন বিজেপি সাংসদের বিরুদ্ধে।
জানা গেছে, ১৫ আগস্ট দেশের ৭৭তম স্বাধীনতা দিবস ছিল। জুতো পরে জাতীয় পতাকা উত্তোলন করেন বর্ধমান–দুর্গাপুর লোকসভার বিজেপি সাংসদ সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া বলে অভিযোগ। তাই তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে বর্ধমান থানায়। এদিন বর্ধমান সনাতন সংহতি দক্ষিণ বিধানসভার আহ্বায়ক ইন্দ্রনীল গোস্বামী এই অভিযোগ দায়ের করেন। এই অবস্থায় খোদ বিজেপি সাংসদের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের হওয়ার শহর জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যদিও এব্যাপারে সাংসদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
পুলিশে দায়ের করা অভিযোগে ইন্দ্রনীল লিখেছেন,‘বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সুরেন্দ্র সিং অহলুওয়ালিয়া ১৫ অগাস্ট বর্ধমান স্টেশনে জুতো পড়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। সাংসদের এই আচরণে বর্ধমান শহরের নাগরিকবৃন্দ ক্ষুব্ধ ও অপমানিত। সাংসদের এই আচরণ সর্বভারতীয় তথা বাংলার পরিপন্থী। রাষ্ট্রীয় সংস্কৃতির বিরুদ্ধে এই আচরণ, তাই আইনত পদক্ষেপ করা হোক।’
এদিন বিজেপি নেতা ইন্দ্রনীল গোস্বামী অভিযোগ, ১৫ অগস্ট বর্ধমান স্টেশনের সামনে উঁচু স্তম্ভে জুতো পরেই দেশের জাতীয় পতাকা উত্তোলন করেন বিজেপি সাংসদ। তার জেরে জাতীয় পতাকাকে অপমান করা হয়েছে। একজনের সাংসদ এটা করতে পারেন না। এই ঘটনায় সাধারণ মানুষের ভাবাবেগে আঘাত লেগেছে। তাই সাংসদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। আরও নেওয়া হবে।