সিপিআইএম নেতার মৃত্যুর শোক মিছিল!

0
53

খবরিয়া নিউজ ডেস্ক,২১শে জুন, তুফানগঞ্জঃ সিপিআইএমের প্রবীণ পার্টি সদস্য তথা বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ধীরাজ সাহার প্রায়নে শোক মিছিল বের করল সিপিআইএম। বুধবার বিকালে সিপিআইএমের শোক মিছিলটি সিপিআইএমের তুফানগঞ্জ যৌথ এরিয়া কমিটির কার্যালয়ের সামনে থেকে বের হয়ে তুফানগঞ্জ শহরের বোথরা মোড়, ভাওয়াল মোড়, আদি কালীবাড়ি রোড সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে ফের সিপিআইএমের তুফানগঞ্জ যৌথ এরিয়া কমিটির কার্যালয়ের সামনে শেষ হয়। সিপিআইএমের বর্ষিয়ান  নেতা সুভাষ চন্দ্র ভাওয়াল বলেন,ধীরাজ সাহার জন্ম তুফানগঞ্জ শহরের ১১ নং ওয়ার্ডে।ছাত্র অবস্থা থেকেই ধীরাজ সাহা বামপন্থী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিলেন।কাগজ, কলম, কেরোসিন তেল সহ পড়াশোনা করার উপকরণের দাম কমানোর দাবীতে আন্দোলন করতে গিয়ে কারাবাসে গিয়েছিলেন। জেল থেকে মুক্ত হওয়ার পর তিনি কলকাতা থেকে হোমিওপ্যাথি তে ডাক্তারি পাস করেন। ১৯৭৪ সালে তিনি কলকাতায় থেকেই সিপিআইএমের আজীবন পার্টি সদস্য পদ লাভ করেন। এরপর খুব দক্ষতার সাথে তুফানগঞ্জে হোমিওপ্যাথি চিকিৎসা করেন। বেশ কিছু বয়স ধরে তিনি খরদায় থাকতেন। বেশ কিছু বছর ধরে তিনি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। গত সোমবার দুপুরে তিনি খড়দার নিজ বাস ভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে দলের আপুরনীয় ক্ষতি হল। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে গিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here