সেতুর দাবিতে ভোট বয়কটের ডাক!

47

খবরিয়া নিউজ ডেস্ক,১৭ই জুন, তুফানগঞ্জঃ সামনেই পঞ্চায়েত এমনাবস্থায় নানা এলাকা অর্থাৎ যেসব জায়গায় অনেক কিছুই উন্ননয়ন হয়নি সেইসব জায়গার থেকে আসছে ভোট বয়কটের ডাক। এমনই এক দৃষ্টান্ত পাওয়া গেল তুফানগঞ্জের এক এলাকায়।তুফানগঞ্জ দুই নং ব্লকের অন্তর্গত বারকোদালি ১ গ্রাম পঞ্চায়েতের ১৬২ নং বুথে দীর্ঘদিন ধরে দাবি পাকা সেতুর। স্থানীয় বাসিন্দারা জানান যে মূলত ৮০০ মানুষের বসবাস এই এলাকায় তাদের জীবন ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। তার মধ্যেই প্রায় কয়দিন ধরে প্রবল বৃষ্টির কারণে মাটি ধুয়ে রাস্তায় বৃহৎ আকারের গর্ত জমে থাকে । যার ফলে প্রচুর পরিমাণে অসুবিধা হচ্ছে। তারা বলেন দীর্ঘদিন ভিন্ন প্রশাসনিক দপ্তরে আর্জি জানানোর পরও কাজ কোন কাজ না হওয়ায় এবার তারা দিয়েছেন ভোট বয়কটের ডাক। তাদের এই সেতুর দীর্ঘদিনের দাবি পূরণ না হলে তারা ভোট বয়কটের পথে হাটবেন বলে জানিয়েছেন। যদিও এই বিষয়ে তুফানগঞ্জ ২ নং ব্লকের বিডিওর সাথে যোগাযোগ করা হয়েছিল কিন্তু তিনি সংবাদমাধ্যমকে কোন প্রতিক্রিয়া দিতে নারাজ। এমনটাই অভিযোগ জানিয়েছে এলাকাবাসী।