স্কুল ছাত্রকে বেধরক মারধরের অভিযোগ এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে

0
73

খবরিয়া নিউজ ডেস্ক, ২১ শে আগস্টঃ স্কুল ছাত্রকে বেধরক মারধরের অভিযোগ উঠেছে এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। আক্রান্ত ওই ছাত্রের নাম টুয়েল শেখ। ঘটনাটি ঘটেছে মানিকচকের ভুতনি এলাকায়। ওই ঘটনার পর ছাত্রের পরিবারের লোকজন প্রথমে থানায় যায় অভিযোগ দায়ের করতে। কিন্তু থানাতে অভিযোগ না নেওয়ায় আইনজীবীকে সঙ্গে নিয়ে পুলিশ সুপারের দারস্থ হল আক্রান্ত ছাত্রের পরিবার। সোমবার দুপুরে মালদহ পুলিশ সুপারের অফিসে গিয়ে অভিযোগ করেন পরিবারের সদস্যরা।

 

তাঁদের দাবি, আক্রান্ত স্কুল ছাত্র টুয়েল শেখ আহত অবস্থায় বাড়িতে রয়েছে। সে মানিকচকের ভুতনি হাইস্কুলের দ্বাদশ শ্রেণিতে পড়ত। গত, ১৬ অগস্ট মোটর বাইকে ব্যাঙ্ক থেকে বাড়ি ফিরছিল টুয়েল।

 

অভিযোগ, ভুতনি থানার সিভিক ভলান্টিয়ার রবিউল শেখের বাবাকে মোটর বাইকে ধাক্কা মারে টুয়েল। এর পরে টুয়েলকে এলোপাথাড়ি ভাবে মারধর করা হয়। টুয়েল বর্তমানে মালদহ মেডিক্যালেও ভর্তি ছিল বলে দাবি পরিবারের।

 

তাঁদের অভিযোগ, ভুতনি থানাতে গেলেও পুলিশ অভিযোগ নেয়নি। রবিউলের স্ত্রী তৃণমূলের পঞ্চায়েত সদস্য। সে কারণে পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ তুলে পুলিশ সুপারের দারস্থ হন আহত টুয়েলের পরিবারের সদস্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here