খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৮ জুন, কলকাতা: আদ্রায় তৃণমূল নেতা ধনঞ্জয় চৌবের খুনের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। বুধবার পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট) অভিযুক্তকে গ্রেপ্তার করে। ধৃতের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম আরজু মালিক। তাঁর বাড়ি বিহারের জামুই এলাকায়।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় পার্টি অফিসে গুলি করে খুন করা হয় আদ্রা শহর তৃণমূলের সভাপতি ধনঞ্জয়কে। এই ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই মৃতের পরিবারের তরফে করা অভিযোগের ভিত্তিতে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই এই খুনের মূল ষড়যন্ত্রকারী তথা কয়েক দশক ধরে চলা আদ্রা ডিভিশনের রেলের সিন্ডিকেটের মাথাকে গ্রেপ্তার করে বড়সড় সাফল্য পায় পুরুলিয়া জেলা পুলিশ।