ময়নাগুড়ি, ১৬ জানুয়ারিঃ সারমেয়রের মাংস খাসির মাংস বলে বিক্রি করার অভিযোগে গ্রেফতার এক। বৃহস্পতিবার এমনই এক ঘটনা প্রকাশ্যে এলো ময়নাগুড়ি পানবাড়ি এলাকায়।
জানা গিয়েছে, এই এলাকায় আজ হাটবার ছিল। সেখানে এক ব্যক্তি সারমেয় কেটে তার ছালপাশে রেখে খাসির মাংস বলে বিক্রি করতে শুরু করে। একটু সময়ের মধ্যে বাজারের বেশ কয়েকজনের বিষয়টি সৌন্দর্যজনক লাগে জানানো হয় এলাকার ব্যবসায়ী সমিতিকে। তারপরেই প্রশাসনের নজরে আসে। গ্রেপ্তার করা হয় অভিযুক্ত দীপ রায়কে। অভিযুক্তের বাড়ি রামসায়ের হাতিপোতা এলাকায়।
এবিষয়ে ব্যবসায়ী সমিতির সম্পাদক কিরেন্দ্র নাথ রায় বলেন,অমানবিক ঘটনা ঘটিয়েছে অভিযুক্ত। পানবাড়ি বাজারের একটি সুনাম রয়েছে। অভিযুক্তর কঠোর শাস্তি হোক তার দাবি রাখছি আমরা।
এই ঘটনায় ময়নাগুড়ি রোড পরিবেশপ্রেমী সংগঠনের সম্পাদক নন্দু রায় বলেন, অমানবিক ঘটনা। এরকমভাবে একটি সারমেয়কে কেটে খাসির মাংস বলে বিক্রি করা এটা মারাত্মক অপরাধ এবং নিন্দনীয় ঘটনা। এই ঘটনা একটি নিন্দনীয় ঘটনা। এটার আমরা প্রতিবাদ করছি। অভিযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এবিষয়ে আমরা যা শুনেছি সেই ঘটনার অবাক করার মতন ঘটনা। এব্যাপারে আমরা বিষয়টি তদন্ত করে দেখব। ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ বলেন, ওই ব্যক্তি মানসিক সুস্থ নয় বলে জানান।